• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জানোয়ার’ একটা! পরাগ গায়ে হাত তুলতেই পুলিশে যাওয়ার সিদ্ধান্ত শিমুলের, ঠিক হবে বলছে দর্শকেরা

Published on:

Kar Kache Koi Moner Kotha serial Domestic violence on Shimul audience got angry on porag

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি মেগা সিরিয়াল হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়িকা শিমুল (Shimul) বিয়ের পর থেকে নানাভাবে শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়ে চলেছে তার শ্বশুরবাড়ির মানুষদের কাছে। শ্বাশুড়ি মধুবালা আর দেওর পলাশ তো সবসময় রেডিই থাকে কথা শোনানোর জন্য।

সেইসাথে শিমুলের বর পরাগও হামেশাই শিমুলের ওপর মানসিক ও শারীরিক ভাবে নির্মম অত্যাচার চালায়। নতুন বিয়ে হয়ে আসার পর থেকে ইতিপূর্বে  নানাভাবে অপমান করা হয়েছে  শিমুলকে।আর এবার সবার সামনে শিমুলের দেওর পলাশ শিমুলের চরিত্র নিয়ে কথা বলছে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পলাশ তার দাদাকে বলছে ‘তোর বউয়ের মনে হয় চরিত্রের ঠিক নেই।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Parag,গার্হস্থ্য হিংসা,Domestic Violence,পুলিশ,Police

এরপরেই শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রুর  প্রসঙ্গ টেনে এনে তার নামে বাজে রটনা রটাতে শুরু করে দেয় পলাশ। বলতে শুরু করে কাউকে না জানিয়েই বোধ হয় প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে চলে গিয়েছে শিমুল। এরপর শিমুল বাড়ি ফিরতেই তাকে একেবারে ছেঁকে ধরে সবাই। একের পর এক প্রশ্নবানে  বিদ্ধ করা হয় শিমুলকে। পরাগ সকলের সামনেই শিমুলের কাছে সরাসরি প্রশ্ন করে শতদ্রু কে?

আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকের কথা জানতেই আবার অপমানিত শিমুল! পরাগ-পলাশের ওপর ক্ষুদ্ধ দর্শকেরা

কার কথা হচ্ছে শিমুল প্রথমে তা বুঝতে না পারলে তাকে পরাগ ‘ন্যাকা’ বলে কটাক্ষ করে। এরপর রাতে শিমুলকে ঘরের মধ্যে হিড় হিড় করে টানতে টানতে এনে পরাগ জানতে চায়, তার আগের প্রেমের কথা। শিমুল তখন বলে ‘সেটা থেকে থাকলেও বিয়ের আগে।  এখন যে যার মত সেটেল্ড।’

আরও পড়ুনঃ সেরার সেরা অভিনয়! DNA টেস্টেই কেল্লাফতে, সূর্য-দীপাকে দেখে চোখে জল দর্শকদের

https://youtu.be/j3eXK0SUCEM?si=cE3-lrnZyDdlqHi9

 

আর সেই সম্পর্ক টেকেনি বলে পরাগের সাথে বিয়ে হয়েছে জানতে পেরে পরাগ  শিমুলকে গালে চড় মারে।  তখন শিমুল বলে ওঠে ‘জানোয়ার’ একটা।  সেইসাথে শিমুল জানায় যে সে এর শেষ দেখে ছাড়বে, সেইসাথে জানিয়ে দেয় সে এবার পুলিশে যাবে ওর ওপর গার্হস্থ্য হিংসা করার জন্য। এখন দেখার আগামীদিনে শিমুল কিভাবে পরাগকে উচিত শিক্ষা দেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥