• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃণা থেকে শোলাঙ্কি, ছোটপর্দা থেকে শুরু করে আজ ওয়েব দুনিয়া কাঁপাচ্ছেন এই ৬ টেলি নায়িকা

Published on:

Bengali serial actresses who are working in web series now

বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে কেরিয়ার শুরু করে টলিউডে পা রেখেছেন বহু অভিনেত্রী (Actress)। মিমি চক্রবর্তী থেকে শুরু করে শ্বেতা ভট্টাচার্য, সেই তালিকায় নাম রয়েছে বহু টেলি নায়িকার। তবে আপনি কি জানেন, শুধু টলিউডই নয়, বাংলা সিরিয়ালের বহু নায়িকা (Bengali Serial) আজ ওয়েব দুনিয়াও (OTT Platform) কাঁপাচ্ছেন। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে আজ ওয়েব সিরিজের (Web Series) নায়িকা হচ্ছেন তাঁরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৬ টেলি অভিনেত্রীর নাম।

তৃণা সাহা (Trina Saha)- ‘খোকাবাবু’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা। সিরিয়ালপ্রেমী দর্শকরা কখনও তাঁকে ‘গুনগুন’ হিসেবে দেখেছে, কখনও আবার ‘ঝোড়া’ হিসেবে। বাংলা টেলি দুনিয়ার এই জনপ্রিয় অভিনেত্রী ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন। ‘গভীর জলের মাছ’, ‘পিলকুঞ্জ’এ নজর কেড়েছে তৃণার অভিনয়।

Trina Saha, Bengali serial actress who are working in web series

মানালি দে (Manali Dey)- ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে ‘শিমুল’ নামেই জনপ্রিয়তা লাভ করেছেন মানালি। তিনিও ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় কাজ করে ফেলেছেন। জনপ্রিয় ওয়েব সিরিজে ‘ইন্দু’, ‘গোরা ২’তে তাঁকে দেখেছেন দর্শকরা।

 আরও পড়ুনঃ জন্মদিনে প্রেমিকা শ্বেতার গালে চুমু, ভাইরাল পর্দার ‘সৃজন’ রুবেলের বার্থডে সেলিব্রেশনের অদেখা ছবি

Manali Dey, Bengali serial actress who are working in web series

শোলাঙ্কি রায় (Solanki Roy)- ‘ইচ্ছেনদী’র হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন শোলাঙ্কি। এরপর ‘ফাগুন বউ’, ‘গাঁটছড়া’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলি দুনিয়ায় কাজের পাশাপাশি ওয়েব জগতেরও পরিচিত মুখ হয়ে উঠেছেন শোলাঙ্কি। ‘মন্টু পাইলট’ সিরিজে তাঁর অভিনয় এখনও মনে আছে দর্শকদের।

আরও পড়ুনঃ সমুদ্রে গিয়েও মহাবিপদ, শিমুলের চোখের সামনেই তলিয়ে গেল পুতুল! ফাঁস টানটান উত্তেজনা ভরা পর্ব

Solanki Roy, Solanki Roy web series, Solanki Roy comeback

স্বস্তিকা দত্ত (Swastika Dutta)- বাংলা সিরিয়ালের সবচেয়ে ছোট শাশুড়ি ঝিলমিল থুড়ি স্বস্তিকার নামও তালিকায় রয়েছে। স্বস্তিকা এমন একজন অভিনেত্রী যিনি ছোটপর্দা, বড়পর্দা এবং ওয়েব দুনিয়া, তিন মাধ্যমেই কাজ করেছেন। ‘উত্তরণ’, ‘গভীর জলের মাছ’ সহ একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করেছেন স্বস্তিকা।

Swastika Dutta, Bengali serial actress who are working in web series

ঊষসী রায় (Ushasi Ray)- ‘বকুল কথা’ ধারাবাহিকে নায়িকা বকুলের চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী ঊষসী রায়। এখনও অনেকে তাঁকে ‘বকুল’ নামেই চেয়ে। তৃণা, স্বস্তিকার মতো ঊষসীও ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

Ushasi Ray, Bengali serial actress who are working in web series

ঈশা সাহা (Ishaa Saha)- ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল অভিনেত্রী ঈশা সাহার। এরপর ‘প্রজাপতি বিস্কুট’র হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। সিনেদুনিয়ায় ডেবিউর পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি ঈশাকে।

Ishaa Saha, Bengali serial actress who are working in web series

এখন টলিউড এবং ওয়েব দুনিয়া দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করছেন ঈশা। ‘জাপানি টয়’, ‘ইন্দু’, ‘গোরা’ সহ একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে নজরকাড়া অভিনয় করে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥