• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদৃত নয় অন্য একজনকে চুমু দিলেন কৌশাম্বী! ভিডিও দেখে চোখ ছানাবড়া ভক্তদের

Published on:

Mithai actress Kaushambi Chakraborty kissing pet dog video viral on internet

Kaushambi Chakraborty Viral Video: মিঠাইয়ের সেট থেকেই ‘টক অফ দ্য টাউন’ এই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় এবং দিদিয়া  অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর  লাভ স্টোরি। টিভির পর্দায় মিঠাই শেষ হয়েছে ইতিমধ্যেই প্রায় এক মাস হতে চলল। যদিও দীর্ঘ আড়াই বছর ধরে চলতে থাকা এই সিরিয়ালের ক্রেজ এখনও  কমেনি দর্শকমহলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজ গুলিতে উঁকি দিলে তা দেখা যায় হামেশাই।

এই সিরিয়ালের হাত ধরেই সম্পর্কে জড়িয়েছেন আর আদৃত এবং কৌশাম্বি। যদিও মিঠাই ভক্তদের একাংশ একেবারেই সহ্য করতে পারেন না এই জুটিটাকে। মিঠাই শেষ হতেই এই চ্যানেলেরই নতুন সিরিয়াল ফুলকিতে দেখা যাচ্ছে নায়কের বৌদির চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বি। অন্যদিকে মিঠাইয়ের একাধিক কাজের প্রস্তাব আসলেও এখনই নতুন কোনো প্রজেক্টে ফেরার সিদ্ধান্ত নেননি আদৃত।

Mithai fame Kaushambi Chakraborty posts sweet picture on rumoured boyfriend Adrit Roy’s birthday

একে অপরের সাথে প্রেমে জড়িয়ে এখন রীতিমতো চর্চায় রয়েছেন টেলিপাড়ায় এই জনপ্রিয় জুটি। তবে আদৃতের সাথে প্রেম করলেও সম্প্রতি কৌশাম্বী এদিন অন ক্যামেরাই চুমু খেলেন অন্য একজনকে। আর অন্য একজন হলেন অভিনেত্রীর প্রিয় পোষ্য। সম্প্রতি শুটিংয়ের ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় পোষ্যের সাথে সময় কাটানোর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন কৌশাম্বি।

ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় পোষ্যর সাথে  খেলতে খেলতেই তার গালে চুমু খাচ্ছেন কৌশাম্বি। শনিবার ইনস্টাগ্রাম কৌশাম্বি এই ভিডিও শেয়ার করতেই কমেন্ট সেকশনে উপচে পড়ে মন্তব্যের বন্যা । কেউ লিখেছেন, ‘দুজনেই পুরো কিউটের ডিব্বা না ভুল বললাম আসলে কিউটের আস্ত পাহাড়’। তো কারও আবার কোতুহলী প্রশ্ন ‘আদৃতকে ছেড়ে এ কাকে চুমু খাচ্ছেন?’

আরো পড়ুনঃ পরকীয়া-বহুবিবাহ দেখিয়ে তুমুল ট্রোলড! রাতারাতি বন্ধ করা হল ‘গুড্ডি’, ‘এক্কাদোক্কা’র শ্যুটিং

প্রসঙ্গত মিঠাই চলাকালীনই মাঝেমধ্যে কখনো বিভিন্ন ক্যাফে কিংবা বন্ধুদের পার্টিতে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছিল আদৃত কৌশাম্বীকে। আদৃতের জন্মদিনে ভাইরাল হওয়া ফটো দেখেই অনুরাগীদের ধোঁয়াশা কেটে যায় অনেকটাই।

আরও পড়ুনঃ কে বলল সবাই জি হুজুরি করেন? মুকুট বিতর্কে যুধাজিৎকে একহাত নিলেন শ্রাবণী-ত্বরিতা

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,দিদিয়া,Didiya,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,ভাইরাল ভিডিও,Viral Video,চুমু,Kiss

উল্লেখ্য আদৃত-কৌশম্বীর সম্পর্কে জড়ানোর খবর চাউর হওয়ার পর থেকেই কখনও কৌশম্বীকে ‘কাক’ বলে ট্রোল করা হয়েছে তো কখনও আদৃতকে আর কটাক্ষ করা হয়েছে নানা কটু কথা বলে। মিঠাই শেষ হওয়ার পর এই সিরিয়ালের একাধিক  অভিনেতা অভিনেত্রীরাই  একএক করে ক্যামবাক করছেন নতুন চরিত্রে। তবে প্রধান নায়ক আদৃত রায় এখনও উচ্ছে বাবুর খোলস ছেড়ে নতুন কোন প্রজেক্টে ফেরার কথা জানাননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥