• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়ক থেকে সোজা খলনায়ক! ভালোমানুষি ছেড়ে এবার নেগেটিভ চরিত্রে ছোটপর্দার ‘নিখিল’

Published on:

Bou Kotha Kou fame Nikhil actor Riju Biswas in a negative role 

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas)। তাঁর অভিনয় জীবনের পথ চলা শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বউ কথা কও’ তে নায়ক নিখিলের চরিত্রে অভিনয় করে। এই ধারাবাহিকের নায়ক নিখিল-মৌরি (Nikhil-Mouri) জুটিকে আজও ভুলতে পারিনি বাংলা সিরিয়ালের দর্শকরা। পর্দায় মৌরি চরিত্রে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মানালি দে’কে।

শুরু থেকেই ছোটবড় সকলেই খুবই পছন্দ করেন অভিনেতাকে। প্রথম সিরিয়ালেই নায়ক হয়ে তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। বউ কথা কও-এর পর স্টার জলসারই আরও এক জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’তে  নিশীথ ময়রার চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দিল্লির ছেলে ঋজু।

Bou Kotha Kou fame Nikhil actor Riju Biswas in a negative role 

আদতে বাঙালি হলেও ঋজু আসলে প্রবাসী বাঙালি। দিল্লির গুরগাঁওতেই বেড়ে ওঠা তাঁর। সেখানেই প্রতি বছর পূজোতে ছুটে যান অভিনেতা। ঋজু বিশ্বাসকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে। এই ধারাবাহিকে পার্শ্বচরিত্র অভিনয় করলেও তাঁর অভিনীত আদি চরিত্রটি দারুন পছন্দ করেছিলেন দর্শকরা।

আরও পড়ুনঃ তলানিতে মা-মেয়ের সম্পর্ক, অহনার মা হিসেবে নিজেকে পরিচয় দিতে নারাজ চাঁদনী!

কেরিয়ারের শুরু থেকে এতদিন পর্যন্ত নিপাট ভালো মানুষের চরিত্রে অভিনয় করলেও এবার ঋজু বিশ্বাসকে অভিনয় করতে দেখা যাবে একটি নেগেটিভ শেডের  চরিত্রে।সান বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে অরুনাভ নামের একটি চরিত্রে অভিনয় করছেন ঋজু। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘গ্রামের রানী বীণাপাণি’ খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম।

আরও পড়ুনঃ পরিচালককে খুশি করতে রাতেও চলছে কাজ, ঘেমে নেয়ে কি করছেন শ্রাবন্তী?

Bou Kotha Kou fame Nikhil actor Riju Biswas in a negative role 

এই ধারাবাহিকেই  এবার নায়ক-নায়িকার মধ্যে ঝামেলা পাকাতেই এন্ট্রি  নিচ্ছে ঋজু বিশ্বাস অভিনীত ‘অরুণাভ’ চরিত্রটি। এই নতুন মেগায়  নিজের চরিত্র প্রসঙ্গে সম্প্রতি বর্তমান বিনোদনের সাথে এক খোলামেলা আড্ডায় বসেছিলেন ঋজু। জানা যাচ্ছে সান বাংলার এই ধারাবাহিকে এক প্রযোজক পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

এই নতুন চরিত্র সম্পর্কে ঋজু বলেছেন ‘চরিত্রটা গল্পের মাঝখানে আসছে বলে প্রথমে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু পরে চরিত্রের রূপরেখা জানার পর বুঝেছি আপাতত গল্প এই চরিত্রটাকে কেন্দ্র করে আবর্তিত হবে। চরিত্রটা কিছুটা ধূসর, কিন্তু তার নির্দিষ্ট কারণ রয়েছে। কোনভাবেই খলনায়ক নয়। এই চরিত্র গল্পের দিক নির্দেশ করবে।’তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে ঋজু  একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করলেও তার অভিনীত নিখিল এবং নিশির চরিত্রটি আজও ভুলতে পারিনি বাংলা সিরিয়ালের দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥