• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি আমার বরের যেটা খেয়ে থাকি! দাদাগিরির মঞ্চে ত্বরিতা কথা শুনে ‘থ’ সৌরভ গাঙ্গুলিও

Updated on:

Jagadhatri actress Twarita Chatterjee's funny video with Sourav Ganguly

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। টিআরপি তালিকাতেও নজরকারা স্কোর রয়েছে এই সিরিয়ালটির। একসময় লাগাতার বেঙ্গল টপার হয় রেকর্ড তৈরি করেছিল জি বাংলার এই ফার্স্ট গার্ল। এখন প্রতিপক্ষ চ্যানেলের কাছে সিংহাসন হারালেও টিআরপি (TRP) তালিকায় নজরকারা  স্কোর করে থাকে প্রত্যেক সপ্তাহে।

একদিক দিয়ে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলি তালিকায় যেমন প্রথমেই রয়েছে জগদ্ধাত্রী অন্যদিকে তেমনই এই একই  চ্যানেলের জনপ্রিয় নন ফিকশন রিয়ালিটি শো গুলির মধ্যে প্রথমেই রয়েছে ‘দাদাগিরি’ (Dadagiri)। সদ্য শুরু হয়েছে দাদাগিরির নতুন সিজন। প্রত্যেক বছরের মতো এই বছরেও নিত্যনতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাঙালির প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। নতুন সিজন শুরু হওয়ার পর প্রথম থেকে একের পর এক চমক দিয়ে টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে চলেছেন মহারাজ।

Twarita Chattterjee in Dadagiri with Sourav Ganguly

এবার একই চ্যানেলের দুই টপার হাজির হতে চলেছে একই মঞ্চে। খুব তাড়াতাড়ি দাদাগিরির মঞ্চে গোটা পরিবার নিয়ে হাজির হতে চলেছে গোটা জগদ্ধাত্রী পরিবার। সম্প্রতি এই আসন্ন পর্বেরই একটি প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেখানে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী পরিবারের সদস্য প্রীতি অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জীর (Twarita Chatterjee) কথায় সৌরভ গাঙ্গুলীর সাথে শুরু দর্শক সকলেই একেবারে ভিরমি খাওয়ার জোগার।

আরও পড়ুনঃ বিয়ের আগেই ফুল এনজয়! ৬ বছরের ছোট হবু বরকে নিয়ে ধুনুচি নাচ পর্দার ‘লাবণ্য’র, চরম ভাইরাল ভিডিও

দাদাগিরি যারা নিয়মিত দেখেন তারা সকলেই জানেন এই শোয়ের শুরুতেই থাকে গেসিং রাউন্ড। সেখানে একের পর এক দিয়ে ক্লু দিয়ে অনুমান করতে বলা হয় উত্তর। খেলার শুরুতেই সৌরভ এদিনও একটি ক্লু দিয়ে বলেন এটি খাওয়া হয়ে থাকে। এর উত্তরে পর্দার জগদ্ধাত্রীর ননদ প্রীতি অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জী বলেন ‘আমি যেটা আমার বরের খেয়ে থাকি, মাথা। ওটা অধিকার আছে’।

আরও পড়ুনঃ বিশ্বসুন্দরী নায়িকা হয়েও ভোলেননি বাঙালি সংস্কৃতি, সুস্মিতার ধুনুচি নাচ দেখে প্রশংসা নেটিজেনদের

ত্বরিতার এই জবাব বেশ মনে ধরে খোদ সৌরভের। তাই পর্দার প্রীতির কথার পাল্টা জবাবে সৌরভ বলে ওঠেন ‘এটা দারুণ বলেছেন ত্বরিতা।  শুধু বরদেরই কোন অধিকার নেই।’  দুজনের কথায় হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চে। হাসিতে ফেটে পড়েন পর্দার জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ সহ এই সিরিয়ালের পুরো টিম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥