• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যকে পেতে জুন আন্টির কাছে মিশকা! উষসী-অহনার ছবি ভাইরাল হতেই ‘থ’ নেটপাড়া

Published on:

Mishka actress Ahona Dutta's photo goes viral with June Aunty actress Ushasi Chakraborty

এখনকার দিনে যে কোন সিরিয়ালে সুন্দর নায়ক-নায়িকা, গল্পের জমজমাট বুনন আর সেই সাথে দুর্দান্ত কাস্টিং সবকিছুর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেই সিরিয়ালের খলনায়ক কিম্বা খলনায়িকার চরিত্র।  এক কথায় এই ধরনের নেগেটিভ চরিত্র ছাড়া অসম্পূর্ণ যে কোন সিরিয়ালের গল্প। এই মুহূর্তে স্টার জলসার তথা বাংলা সিরিয়ালের জগতে রীতিমতো রাজ করছে একটাই সিরিয়াল। তা হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)

নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) জীবনে কাঁটার মতো বিঁধে রয়েছে খলনায়িকা মিশকা (Mishka)। সূর্য-দীপার জীবনে অশান্তি তৈরী করাই এখন মিশকার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মিশকা ঠিক করে নিয়েছে সূর্য দীপাকে সুখী-শান্তিতে সংসার করতে দেবে না। সূর্য মিশকাকে শুধু  বেস্ট ফ্রেন্ড ভাবলেও মিশকা সূর্যকে বিয়ে করে নিজের করে নিতে চায়। পর্দায়  এই মিশকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত।

Mishka actress Ahona Dutta's photo goes viral with June Aunty actress Ushasi Chakraborty

প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এটাই অহনার প্রথম সিরিয়াল। আর এই প্রথম সিরিয়ালের হাত ধরে তিনি এখন বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়। ধারাবাহিকে মিশকার চরিত্রে তাঁর বলা সংলাপ আর চোখ মুখের এক্সপ্রেশন দেখেই রীতিমতো গায়ের জ্বালা ধরে যায় দর্শকদের। তবে একথা ঠিক দর্শকদের মিশকাকে দেখে যতই রাগ হোক না কেন মিশকা না থাকলেও কিন্তু ঠিক জমে না এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ সূর্যের সন্তানের মা হবে জেনেই মিশকাকে গুলি করতে উদ্যত লাবণ্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

একথা এক বাক্যে স্বীকার করে নেন দর্শকরা। এই মুহূর্তে মিশকা চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অহনা। পর্দায় তাঁর শয়তানি দেখে তাঁর  সাথে হামেশাই তুলনা চলে স্টার জলসার জনপ্রিয় শ্রীময়ী সিরিয়ালের খলনায়িকা জুন আন্টির সাথে। ধারাবাহিকে এই জুন আন্টির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী  (Ushasi Chakraborty)। প্রসঙ্গত অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিশকার এন্ট্রি হওয়ার পর এক সাক্ষাৎকারে অহনা জানিয়েছিলেন তিনি নিজেও জুন আন্টির ভীষণ ফ্যান।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার বাবা হচ্ছেন সুপারস্টার জিৎ, পুজোর আগে নিজেই সুখবর দিলেন অভিনেতা

Mishka actress Ahona Dutta's photo goes viral with June Aunty actress Ushasi Chakraborty

এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পর্দার জুন আন্টি আর মিশকার কথোপকথনের দুটি ছবি।  সেই ছবি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন মশকরা করে লিখেছেন ‘মিশকা এমনিতেই ভয়ংকরি আর ছ্যাছড়া। এখন এত ছ্যাছড়ামি করেও যখন সূর্য দীপা আলাদা হলো না তাই, জুন আন্টির কাছ থেকে শিক্ষা নিচ্ছে কিভাবে আরো ভয়ংকরি আর ছ্যাছড়া হওয়া যায়। আর জুন আন্টিও তাকে শেখাচ্ছে – কি মিল!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥