• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীঘ্রই ফিরছে ‘মৌ-ডোডো’ জুটি! স্বীকৃতির সাথে কামব্যাক নিয়ে সুখবর দিলেন পর্দার ‘ডোডো দা’ অর্পণ

দর্শকদের বিনোদনের জন্য ষ্টার জলসা থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় একাধিক সিরিয়াল সম্প্রচারিত হয়। তবে হাজারও ধারাবাহিকের মাঝে কিছু এমন থাকে যা চিরকালের জন্য মনে গেঁথে যায়। ষ্টার জলসার এমনই একটি সিরিয়াল হল ‘মেয়েবেলা’ (Meyebela)। শুরুর পর থেকেই ব্যাপক চর্চায় ছিল এই মেগা। যেখানে মৌ-ডোডো (Mou-Dodo) জুটিতে দেখা গিয়েছিল স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। এছাড়াও রুপা গাঙ্গুলীকে দেখা গিয়েছিল মেয়েবেলাতে।

চেনা ছক ছেড়ে ভিন্ন স্বাদের গল্পের বুনন হওয়ায় অল্পদিনেই দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছিল মেয়েবেলা। কিন্তু জনপ্রিয়তা থাকলেও টার্গেট রেটিং পয়েন্টের দৌড়ে পিছিয়ে পড়েছিল অনেকটাই। তাই অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায় মেয়েবেলা। অবশ্য শেষ হলেও দর্শকদের কাছে ‘মৌঝড়’ জুটির রেশ কিন্তু রয়েই গেছে। নেটপাড়ায় বিভিন্ন সিরিয়ালকেন্দ্রিক গ্রূপ দেখলেই সেটা বেশ বোঝা যায়।

   

Bengali serial Meyebela Mou actress Swikriti Majumder educational qualification

সকলেই অপেক্ষায়  রয়েছেন কবে আবার টিভির পর্দায় দেখা যাবে মৌ-ডোডো জুটিকে। তবে সম্প্রতি সুখবর মিলেছে, কামব্যাক করছেন মৌ অভিনেত্রী স্বীকৃতি। তবে এবার আর অর্পণ ঘোষাল নয় বরং খড়কুটো তথা বালিঝড় খ্যাত কৌশিক রায়ের (Koushik Roy) সাথে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে। এবার ভাবছেন কোন সিরিয়ালের কথা বলছি? সেটা হল জি বাংলার আসন্ন সিরিয়াল ‘আলোর কোলে’। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে।

আরও পড়ুনঃ চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! পাত্র কে? রইল বিয়ের এক্সক্লুসিভ অ্যালবাম

Alor Kole Swikriti Majumder

আরও পড়ুনঃ নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো

নতুন গল্পে একপ্রকার ভুতের চরিত্রে দেখা যাবে স্বীকৃতিকে। মারা গেলেও মেয়ে পুপুলকে ছেড়েযেতে পারেনি তাঁর আত্মা। তাই মেয়ের সমস্ত যত্ন করতে চায় সে। কিন্তু কতটুকুই বা করা যায় অশরীরী হয়ে। এখানেই আসছে সিরিয়ালের আরেক নায়িকা, যেখানে দেখা যাবে ‘গোধূলি আলাপ’ খ্যাত সোমু সরকারকে। তবে কি আর ডোডোদার সাথে জুটি বাধবে না মৌ? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল ডোডো দা অভিনেতা অর্পণের কাছে।

প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, ‘হ্যাঁ মৌ-ডোডো কুটি শীঘ্রই ভিড়বে। তবে এখনই বিশদে কিছু বলতে চাই না। শুটিং শেষ হলেই খুব জলদি পর্দায় দেখা যাবে প্রিয় জুটি। আশা করছি দর্শকেরাও খুব শীঘ্রই জানতে পারবে’। অভিনেত্রীর মুখে এই কথা শুনেই খুশি দর্শকেরা এখন অপেক্ষা কতদিনে ‘মৌঝড়’ জুটি পর্দায় আসে সেটা দেখার।