• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের ফুলশয্যায় শুয়ে শুনেছিলেন কটাক্ষ! দর্শকদের চোখে সেই শ্বাশুড়িই এখন সেরা অভিনেত্রী

Published on:

Audience praise Kar Kache Koi Moner Kotha serial Madhubala actress Rita Dutta Chakraborty

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla)পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কি মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। একেবারে বাস্তব থেকে উঠে আসা গল্প নিয়ে তৈরি এই সিরিয়ালটি  অল্পদিনেই দারুন সাড়া ফেলেছে দর্শক মহলে। ধারাবাহিকে প্রধান নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। পর্দায় তার অত্যাচারী স্বামী পরাগের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।

নায়ক নায়িকর ছাড়াও শুরু থেকেই তারকা-খচিত এই সিরিয়ালটিতে দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিমুলের শাশুড়ি অর্থাৎ মধুবালা অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। সিরিয়ালের শুরুর দিকে শিমুলের প্রতি তার ব্যবহার দেখে রাগে গা জ্বলে যেত দর্শকদের।  কিন্তু এখন তিনিই শিমুলের সবথেকে বড় আশ্রয়। ধীরে ধীরে তাঁর চরিত্রে এসেছে আমুল পরিবর্তন।

Audience praise Kar Kache Koi Moner Kotha serial Madhubala actress Rita Dutta Chakraborty

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখনও জি বাংলার এই সিরিয়ালে দেখা যাচ্ছে দুর্গাপুজোর পরিবেশ। শিমুল তার পাড়ার সমস্ত বান্ধবীদের নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করেছে। সেই পুজোর প্রেসিডেন্ট হয়েছেন শিমুলের শ্বাশুড়ি।  এই মধুবালা কাকিমা বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে অনেক শারীরিক এবং মানসিক কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন।

তাই নিজে অত্যাচারিত হতে হতে একসময় তিনি নিজেও অত্যাচারী হয়ে উঠেছিলেন। কিন্তু বাড়িতে ছেলের বউ শিমুল আসার পর থেকে তিনি যেন নিজেকে আবার নতুন করে খুঁজে পেতে শিখেছেন। তাই এখন পরাগ কিংবা পলাশ কেউ  যদি শিমুলের দিকে তেড়ে যায় তাহলে তার সামনে রীতিমতো ঢাল হয়ে দাঁড়াচ্ছে মধুবালা নিজেই।  আর এই বিষয়টি দারুন পছন্দ করছেন বাংলা সিরিয়াল প্রেমী দর্শকরা।

এই মধুবালা চরিত্রটি কে নিখুঁত অভিনয় দিয়ে পর্দায় ফুটিয়ে তোলার জন্য সকলের প্রশংসা  কুড়োচ্ছেন পর্দার মধুবালা অভিনেত্রী রীতা। সোশ্যাল মিডিয়ায় এমনই একজন অনুরাগী অভিনেত্রীর প্রশংসা করে লিখেছেন ‘সেরার সেরা হচ্ছে কার কাছে কই মনের কথা। ‘

Audience praise Kar Kache Koi Moner Kotha serial Madhubala actress Rita Dutta Chakraborty

সেইসাথে তাঁর সংযোজন ‘রীতা ম্যাম যে কতটা দক্ষ একজন অভিনেত্রী সেটা আবারও প্রমাণ করলেন। সিরিয়াল শুরু হওয়ার পর পর অনেকেই নানান কথা বলেছিল। কিন্তু, এখন যা এপিসোড হচ্ছে সেটা সত্যিই সমাজের বাস্তব চিত্র।
মধুবালা মাসিমার কষ্ট টা দারুণ ভাবে তুলে ধরা হচ্ছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥