‘শ্রীময়ী’ (Sreemoyee) শেষ হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেলেও জুন আন্টিকে (June Aunty) এখনও ভুলতে পারেননি দর্শকরা। এই চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। কুটনি খলনায়িকার চরিত্রে অভিনয় করে জুটেছিল প্রচুর গালমন্দও। সম্প্রতি সেই অভিনেত্রীই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।
‘শ্রীময়ী’র পর দীর্ঘসময় ছোটপর্দা থেকে দূরে থাকার পর সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’র হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করেছেন উষসী। শীঘ্রই আবার জি ফাইভে রিলিজ করতে চলেছে অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘ছোটলোক’ (Chotolok)। সম্প্রতি তার প্রচারেই খোলামেলা আড্ডা দিতে দেখা যায় উষসীকে।
ছোটপর্দার জুন আন্টিকে ‘ছোটলোক’এ তাঁর চরিত্রের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এখানে আমার চরিত্রটা ভীষণ পাওয়ারফুল। আমার চরিত্রের ভাঁজে ভাঁজে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে। তাই এক কথায় সেটা প্রকাশ করা যাবে না। আমি এখানে নেতামন্ত্রীদের কালো টাকা সাদা করি’।
একইসঙ্গে ‘জুন আন্টি’র ক্রেজ নিয়েও মুখ খোলেন উষসী। অভিনেত্রী বলেন, ‘প্রায় দেড় বছর হল একটি সিরিয়াল শেষ হয়েছে। এখনও অবধি মামনিদি আর আমায় কোথাও একসাথে দেখলে দর্শকদের সেই পুরনো নায়িকা-খলনায়িকার কথা মনে পড়ে যায়। অবশ্যই এটা অনেক বড় পাওয়া। তবে অন্য কোনও কাজের ক্ষেত্রে যাতে এই চরিত্র কোনও প্রভাব না ফেলে আমি সেটাই চাইবো’।
‘ছোটলোক’র প্রচারে এরপর উষসীকে জিজ্ঞেস করা হয় তাঁর কাছে প্রকৃত ‘ছোটলোক’ কারা? কোনও প্রকার রাখঢাক না করেই জবাব দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘যারা মেয়েদের সম্মান করতে জানে না, বড়লোক হয়েও যারা নীচ মানসিকতার পরিচয় দেন, যারা তাদের থেকে নীচু পজিশনে থাকা এবং কম টাকা উপার্জনকারী মানুষদের মানুষ হিসেবে গণ্য করেন না, আমার কাছে তারাই ছোটলোক’।
‘ছোটলোক’ সিরিজে কাজ করা নিয়ে কতখানি উৎসাহী ছিলেন উষসী? অভিনেত্রীকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেনির সঙ্গে এক স্ক্রিনে কাজ করতে আমি অনেকদিন ধরেই উৎসুক ছিলাম। আমি তার মতো অভিনেত্রী সত্যিই দেখিনি। বেনি আমার গুরু। ওঁর থেকে আমি অনেককিছু শিখেছি। তাই এই সিরিজটা আমার জন্য অত্যন্ত খুশির একটি বিষয়’।