• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ভীষণ খারাপ লাগে..’, বেফাঁস মন্তব্য করলেই ট্রোলিং! ‘দিদি নং ১’র মঞ্চে কষ্টের কথা জানালেন মমতা

Published on:

Mamata Banerjee on Zee Bangla Didi No 1 opens up regarding Trolling on Social Media

যতদিন যাচ্ছে ততই বাড়ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ট্রোলিং (Social Media Trolling)। একটু কিছু ভুল হলেই সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য হাজির হয়ে যায় হাজারো মানুষ। এককথায় পান থেকে চুন খসলেই সর্বনাশ, আর সে যদি হয় সেলিব্রিটি তাহলে তো কথাই নেই! এই ট্রোলিং থেকে বাদ পারেননি প্রথানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)! তবে সোশ্যাল মিডিয়ার এই বিষয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে শুরু করে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হয়ে থাকে। এমনকি একাধিকবার বেফাঁস মন্তব্যের কারণে প্রচুর ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েসে তাকে। ছবি আঁকা থেকে কবিতা লেখা নিয়ে মিম পেজগুলিতে অসংখ্য মিম তৈরী হয়েছে। সম্প্রতি ‘দিদি নং ১’ (Didi No 1) এ এসে সেই সমস্ত বিষয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee on Didi no 1

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’, রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এক দশকেরও বেশি সময় দরে বাঙালির ঘরেঘরে পৌঁছে গিয়েছে শো’টি। এবার সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ট্রলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘হাজারটা ভালো কাজ করো, কেউ কিচ্ছু বলবে না। অথচ কোথাও যদি একটু কিছু ভুল বলে ফেলি  সবাই ওটা নিয়ে শুরু হয়ে যায়। ছিঁড়ে ফেলবে একেবারে।’ এই ভাষায় কথা ব্ল্যাট আমাদের সংস্কৃতি নয় বলেই জানান তিনি।

আরও পড়ুনঃ সত্যিই অনবদ্য! ‘পুতুল’ চরিত্রে অভিনয়ের জেরে শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘ভালো মানুষ সবজায়গায় আছে।  সবাই তো খারাপ হয় না। ভালো মন্দ মিশিয়েই তো সব। ভালোটা নিতে হবে। মানুষ ভালো থাকলেই আমিও ভালো থাকব। কিন্তু আজকাল মানুষ যে ভাষায় কুৎসা করে সেটা মোটেই আমাদের সংস্কৃতি নয়। এতে আমাদের সংস্কৃতিকে আঘাত করা হয়। আমরা বাকিদের থেকে ভালোটা নেব। কিন্তু নিজেদের যে সংস্কৃতি আছে সেটা নষ্ট করব না’।

আরও পড়ুনঃ বিয়ে মিটতেই আনন্দে আত্মহারা! দেদার নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই হু হু করে ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, দিদি নং ১ এ মমতা আসার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চর্চা শুরু হয়েছিল। গত রবিবার অর্থাৎ ৩রা মার্চ সম্প্রচারিত হয় সেই বিশেষ পর্ব। এদিন সঞ্চালিকা রচনা ব্যানার্জী, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধুতি হোম চৌধুরীর মত ব্যক্তিত্বরা। বিশেষ এই পর্বের বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥