• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে মিটতেই আনন্দে আত্মহারা! দেদার নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই হু হু করে ভাইরাল ভিডিও

সদ্য বিয়ে মিটেছে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি গয়নার সাজে শ্রীময়ীর নববধূ রূপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র। তবে বিয়ের হতেই খুশিতে আত্মহারা কাঞ্চন মল্লিকও। বাসর জাগার সময় গানের তালে নাচতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকেও।

২রা মার্চ কলকাতার এক নামি হেরিটেজ প্রপার্টিতে আয়োজিত হয়েছিল কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে শুভ বিবাহ। এর আগে গায়ে হলুদ থেকে সিঁদুর দান বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে ও তা বেশ ভাইরালও হয়েছে।

   

Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding Photos

তবে সম্প্রতি বিয়ের পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সুপারহিট গানে উদ্দাম নাচতে দেখা গেল সকলকে। স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরেই ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানে যাচ্ছিলেন কাঞ্চন। শ্রীময়ী চট্টরাজ নিজের ইনস্টাগ্রামে সেই নাচের ভিডিও শহরে করে লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট ব্রাইড’।

আরও পড়ুনঃ সমস্ত রীতিমেনে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী, রইল বিয়ের সমস্ত ছবির এক্সক্লুসিভ অ্যালবাম

 

View this post on Instagram

 

A post shared by Shrayonika (@shrayonika._.sprinkles_)

অবশ্য এখানেই শেষ নয়, বিয়ের পরেই তো আসল মজা শুরু। কারো বিয়ে মিটলে বাসর রাত জগতে হয়, আর বাসর ঘরে ঢুকতেই শ্রীময়ীর রূপে মূর্ছা গেল উপস্থিত বাকিরা। এমন একটা মুহূর্ত ‘প্রিটি ওম্যান’ ব্যাকগ্রাউন্ড গানের সাথে রেকর্ড করে শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিওতেও হু হু করে বাড়ছে লাইক।

আরও পড়ুনঃ ভালোবেসে বিয়ে করলেও টেকেনি! প্রথমবার স্বামীর সাথে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি

 

View this post on Instagram

 

A post shared by PAYEL NAG (@the_.insanegirl_)

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বোলে চুড়িয়া বোলে কঙ্গনা গানে নাচছেন শ্রীময়ী। অর্থাৎ বিয়ের ছবি আর ভিডিও দেখে বোঝাই যাচ্ছে হৈ হৈ করে মজার সাথেই সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। এদিন সিরিয়াল ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন বিয়েতে।