• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই অনবদ্য! ‘পুতুল’ চরিত্রে অভিনয়ের জেরে শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Kar Kache Koi Moner Katha Putul actress Sritama Bhattacharjee's acting praised by viewers

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) অন্যতম। শিমুলের কাহিনী নিয়ে শুরু হলেও গল্পে প্রতিটা চরিত্রই মুগ্ধ করেছে দর্শকদের। বিশেষ করে ‘পুতুল’ চরিত্রে শ্রীতমা ভট্টাচার্যর অভিনয় এককথায় অনবদ্য বলছে দর্শকেরা।

যারা সিরিয়ার নিয়মিত দর্শক তারা জানেন বর্তমানে টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে পুতুলের বিয়ে অন্যদিকে পরাগের অ্যাকসিডেন্ট হয়েছে, তাকে বাঁচাতে দৌড়ে গিয়েছে শিমুল। কিন্তু সব শেষে সেই তাঁর বিরুদ্ধেই আবার পরাগকে মারার চেষ্টার অভিযোগ আঁচে পলাশ। যদিও সেকথাই কান দিতে রাজি নয় কেউই। উল্টে পলাশকেই ধুয়ে দিয়েছে উপস্থিত সকলে।

Kar Kache Koi Moner Katha Putul Tirthankar Wedding

স্বামী আর দেয়ার অমানুষ হলেও ননদ পুতুল শিমুলের বড় কাছের। সেই কারণেই পরাগের সাথে ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও পুতুলের বিয়েতে হাজির সে। নিজে হাতেই সমস্ত কাজ করছে, এতে পুতুলও খুব খুশি। ইতিমধ্যেই বিয়ে মিটেছে আর পুতুল ও তীর্থঙ্করের বাসর রাতের পর্ব সম্প্রচারিত হয়েছে।

আরও পড়ুনঃ নটে গাছটি মুড়োলো! শেষ হল ইচ্ছে পুতুল, অন্তিম দিনের শুটিং শেষে আবেগে ভাসল সব তারকারা

গোটা বিয়েতে পুতুলের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকেরা। জি বাংলার পেজে শেয়ার করা টুকরো ভিডিওতে কেউ একজন লিখেছেন, ‘পুতুলদির অভিনয় যতবারই দেখি চোখে জল চলে আসে। কি দারুন অভিনয়! দর্শকদের থেকে এমন প্রশংসা পেয়ে খুশি অভিনেত্রী নিজেও।

শ্রীতমা ভট্টাচার্য নিজের ইনস্টাগ্রামে বিয়ের মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন যা বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই দুজনকে বেশ মানিয়েছে বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ বিয়ে মিটতেই আনন্দে আত্মহারা! দেদার নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, ফাঁস হতেই হু হু করে ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, আবারও ঘুরে গিয়েছে ‘কার কাছে কই মনের কথা’র গল্প। যে পরাগকে ডিভোর্স দিয়ে এতদিন কোর্টে লড়াই চলল সেই পরাগের জন্যই আবার চিন্তা শুরু হয়েছে শিমুলের। এদিকে প্রেমিক শতদ্রু এত হেল্প করলেও তার থেকে দূরত্ব বাড়ছে। আগামী দিনে হয়তো আবারও পরাগের সাথেই বিয়ের পিঁড়িতে বিশ্বে শিমুল এমনটা ভেবেই বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শকদের একাংশের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥