• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে বন্দুক, পাশে সুন্দরী নারী, স্বাধীনতা দিবসের আগেই ভাইরাল ‘কালারফুল বয়’ মদন মিত্র!

Published on:

Madan Mitra started promoting his Tollywood debut movie Oh Lovely ahead of Independence Day

Madan Mitra Viral Photo : রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। সপ্তাহের শুরুর দিনটাতেও তাই ছুটির মেজাজেই রয়েছে আমজনতা। এমনই এক দিনে শহর কলকাতার রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে একটা সাদা রঙের জিপ। সেই জিপে কারা রয়েছে তা দেখে চমক লাগা গ্যারান্টেড। কারণ সাদা রঙের সেই জিপে সওয়ার বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’ মদন মিত্র (Madan Mitra)।

যদিও মদনবাবু একা ছিলেন না। তাঁর পাশে খাকি উর্দি পরিহিত এক সুন্দরীও ছিলেন। বিধায়ক মশাইয়ের পরনে ছিল কালো রঙের কুর্তা, পাজামা। তবে সবচেয়ে বেশি যে জিনিসটি নজর কেড়েছে তা হল, মদনবাবুর হাতের বন্দুক! স্বাধীনতা দিবসের আগে হঠাৎ কী এমন হল যে বন্দুক (Gun) হাতে রাস্তায় নামলেন কামারহাটির বিধায়ক?

Madan Mitra, Madan Mitra Oh Lovely promotion

বন্দুক হাতে কোথায় চললেন ‘কালারফুল বয়’?

আদ্যোপান্ত কালো পোশাক, গলায় সোনার চেন, হাতে সোনালি ঘড়ি, চোখে সানগ্লাস আর হাতে ইয়া বড় একটা বন্দুক। পাশে খাকি উর্দি পরে দাঁড়িয়ে রয়েছেন এক সুন্দরী অফিসার। জিপ থেকে নেমে তার সামনে দাঁড়িয়েই একের পর এক পোজ দিতে দেখা যায় ‘কালারফুল বয়’কে। কিন্তু এখন প্রশ্নটা হল বন্দুক হাতে কোথায় চললেন তিনি? সেই প্রশ্নের জবাবও মিলল কিছুক্ষণের মধ্যেই।

আরও পড়ুনঃ বিয়ের আড়াই বছরের মাথায় ‘সুখবর’ দিলেন নীল-তৃণা! শুভেচ্ছায় ভরাল অনুরাগীরা

সিনেমার স্বার্থেই এই চমক মদন মিত্রের

শীঘ্রই বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন কামারহাটির বিধায়ক মশাই। আগামী ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে রিলিজ করবে এম এমের ডেবিউ ছবি ‘ওহ লাভলি’ (Oh Lovely)। সেই ছবির প্রচারের স্বার্থেই বন্দুক হাতে রাস্তায় নেমে ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গেই চলল ছবির প্রচার। তারই ঝলক তুলে ধরা হল বং ট্রেন্ডের প্রতিবেদনে।

Madan Mitra, Madan Mitra Oh Lovely promotion

আরও পড়ুনঃ নায়িকার পাশাপাশি আদর্শ মা! ভিডিও কলে ছেলের বায়না থামাতে কি করেছিলেন কোয়েল?

পুরোদস্তুর রম-কম মুভি দিয়ে ডেবিউ করছেন ‘কালারফুল বয়’

হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ওহ লাভলি’র ট্রেলার দেখেই বোঝা গিয়েছে, আদ্যোপান্ত রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি। ছবির নায়ক ঋক ওরফে সন্তু গ্রামের ছেলে, বাবা চাষি। তবে সেই সব কিছু ছেড়ে চাকরির আশায় সে শহরে চলে আসে। এখানে এসে চাকরি না পেলেও ‘টুরু লাভ’ রাজনন্দিনী ওরফে নিধিকে পেয়ে যায় সে।

নায়িকা নিধিও মনেপ্রাণে একটা চাকরির খোঁজে রয়েছে। নাহলে দুবাইয়ের এক বড়লোক ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবে বাবা। দু’জনের মন মিললেও সাত পাক ঘোরা কি হবে? ট্রেলারেও বন্দুক হাতে দেখা মিলেছে ‘কালারফুল বয়’র। তিনি সন্তু-নিধির মিল করাবেন নাকি বিচ্ছেদ, সেই উত্তর মিলবে আগামী ২৫ আগস্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥