• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোনো অনুশোচনা নেই! ডিভোর্স নয় মেঘকে বাড়ি ফেরানোর জেদে অনড় নীল, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Zee Bangla Icche Putul Neem disagree to appear in court for Mutual Divorce with Megh

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের (Bengali Serial) মেঘ এবার প্রতিবাদী হয়ে উঠেছে। বারবার শ্বশুরবাড়ির লোকের কাছে অপমানিত হতে হতে এবার তার মন একেবারে পাথর হয়ে গিয়েছে। সেই জন্য এখন যখন নীল সহ গাঙ্গুলী পরিবারের সকলে চাইছে মেঘ আবার বাড়ি ফিরে আসুক, সে নিজের ডিভোর্সের সিদ্ধান্তে অনড় রয়েছে।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, দুশ্চরিত্র রূপের বাড়ি থেকে গিনিকে বাঁচিয়ে আনার পর রাতারাতি গাঙ্গুলী বাড়ির সকলের কাছে মেঘ খুব ভালো মানুষ হয়ে গিয়েছে। যে গিনি, মীনাক্ষী আগে উঠতে বসতে মেঘকে (Megh) অপমান করতো, তারাই এখন চাইছে মেঘ আবার নীলের স্ত্রী হিসেবে বাড়ি ফিরে আসুক। তবে এবার আর নীলকে (Neel) সুযোগ দিতে রাজি নয় মেঘ। যে স্বামী বারবার তাকে ভুল বোঝে তাকে ডিভোর্স দেওয়াটাই উচিত হবে বলে ঠিক করে মেঘ।

Icche Putul Neel wants Last Chance before Divorce Megh ready to part ways

ধারাবাহিকের গত পর্বে দেখা গিয়েছে, মেঘ গাঙ্গুলী বাড়ির চৌকাঠে এসে দাঁড়াতেই বরণডালা নিয়ে আসে নীলের মা। তা দেখেই মীনাক্ষীকে থামিয়ে দেয় মেঘ। এরপর সে নীলকে বলে, তুমি আবার আমার বিশ্বাস ভাঙলে। নিজের স্বার্থসিদ্ধির জন্য ফের আমার সঙ্গে মিথ্যাচার করলে। মেঘের মুখ থেকে একথা শুনে হতবাক হয়ে যায় নীল।

আরও পড়ুনঃ আত্মসম্মান আগে! বরণ থামিয়ে মীনাক্ষীকে উচিত শিক্ষা দিল মেঘ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ব্লকবাস্টার পর্ব

আজকের পর্বে দেখতে পাবেন, মেঘ নীলকে স্পষ্ট বলে, তুমি যদি আমায় মিউচুয়ালি ডিভোর্স না দিতে চাও, তাহলে আমি কেস করতে বাধ্য হবো। তুমি যাবে হ্যাঁ কি না? বৌমার এই সিদ্ধান্ত শুনে রীতিমতো অবাক হয়ে যায় নীলের মা-বাবা। এমনকি নীলের মুখও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ মিঠাই শেষের পর একি হাল? একগাল দাঁড়ি উস্কোখুস্কো চুল, আদৃতের ‘কবির সিং’ লুক দেখে হতবাক নেটপাড়া

Icche Putul serial Megh and Neel

নীল ভেবেছিল, হাজার অপমানের পর ফের মেঘের কাছে গিয়ে ক্ষমা চাইলেই হয়তো তাদের ডিভোর্স আটকে যাবে। অতীতের মতো তাকে ক্ষমা করে দেবে মেঘ। কিন্তু মেঘ যে এবার নিজের সিদ্ধান্তে অনড় থাকবে তা কল্পনাও করতে পারেনি প্রফেসর সাহেব।

মেঘ উপযুক্ত জবাব দিতেই তাই ইগোতে চোট লাগে নীলের। সে উল্টে মেঘকে ডিভোর্স দেবে না বলে ঠিক করে। এই সিদ্ধান্ত জানার পর কেমন প্রতিক্রিয়া হবে মেঘের? স্বামী-স্ত্রীর এই সম্পর্কের টানাপোড়েন এবার কোন দিকে মোড় নেয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥