• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, খুল্লমখুল্লা সৌমিতৃষাকে ধুয়ে দিলেন ‘তোর্সা’ তন্বী!

Published on:

Did Mithai fame Tonni Laha Roy taunted Soumitrisha Kundu, মিঠাই খ্যাত তন্বী লাহা রায় সৌমিতৃষা কুণ্ডু

জি বাংলার পর্দায় সম্প্রচারিত আইকনিক সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘মিঠাই’ (Mithai)। মনোহরার প্রত্যেক সদস্য আস্তে আস্তে দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন। মুখ্য চরিত্রে অভিনয় করা আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এর পাশাপাশি সিরিয়ালের প্রত্যেক কলাকুশলী দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন।

প্রায় আড়াই বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর পর চলতি বছর পথচলা শেষ হয় ‘মিঠাই’র। এতগুলো দিন একসঙ্গে কাজ করার পর স্বাভাবিকভাবেই ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীর বন্ডিংটাও দারুণ হয়ে গিয়েছিল। সহকর্মী থেকে বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। তবে সম্প্রতি এই ‘মিঠাই’ খ্যাত তোর্সা তথা অভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy) সোশ্যাল মিডিয়ায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন।

Tonni Laha Roy and Soumitrisha Kundu, তন্বী লাহা রায় সৌমিতৃষা কুণ্ডু

‘মিঠাই’র শুরুতে খলচরিত্রে দেখা যাচ্ছিল তোর্সাকে (Torsha)। মিঠাইকে একেবারেই পছন্দ করতো না সে। তবে সময়ের সঙ্গে আস্তে আস্তে তোর্সাও হল্লাপার্টির সদস্য হয়ে ওঠে। সৌমিতৃষার সঙ্গে পর্দার বাইরেও ভালো সখ্যতা হয় তন্বীর। কিন্তু এবার কি এই বন্ধুত্বেই ফাটল ধরলো?

আরও পড়ুনঃ বেঙ্গল টপার হয়েও পোড়া কপাল, আচমকাই ‘জগদ্ধাত্রী’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা!

আসলে সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ লেখা শেয়ার করেন তন্বী। অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় অনফলো করে দেওয়া। পোস্টে আনকোলাব করে দেওয়া। আরও অনেক দূর পৌঁছন। জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে। তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন? কোলাব করেছিলেন? যার গায়ে লাগবে তার জন্যেই এই পোস্টটা। তাও চাইবো আরও ভালো হোক। ঈশ্বর আশীর্বাদ করুক’।

Tonni Laha Roy and Soumitrisha Kundu, তন্বী লাহা রায় সৌমিতৃষা কুণ্ডু

নিজের পোস্টে কারোর নাম উল্লেখ করেননি তন্বী। তবে নেটিজেনদের একাংশের অনুমান, সৌমিতৃষাকেই উদ্দেশ্য করেই এই লেখা লিখেছেন তিনি। এর আগেও সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ দাবি করেছিলেন, টলিউডে পা রাখতেই অহংকার বেড়ে গিয়েছে ‘মিঠাই’ নায়িকার। এবার তন্বীর পোস্টের পর সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সম্পর্ক টেকাতে হলে একজনকে ঝুঁকতেই হয়! সাক্ষাৎকারে অকপট ‘মিঠাই’য়ের পিপি অর্পিতা

প্রসঙ্গত, ‘মিঠাই’ শেষ হতে না হতেই টলিউডে কাজের সুযোগ পেয়ে যান সৌমিতৃষা। সুপারস্টার দেবের হাত ধরে সদ্য সিনেদুনিয়ায় পা রেখেছেন তিনি। বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ‘প্রধান’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ করলেন সৌমিতৃষা। দেখা যাক, টেলিভিশনের মতো সাফল্য তিনি টলিউডেও পান কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥