• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গানের পিণ্ডি চটকে দিল! ‘সূর্য’ দিব্যজ্যোতির গলায় গান শুনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা নেটিজেনদের

Published on:

Anurager Chhowa Surjya actor Dibyojyoti Dutta trolled for singing a song

‘অনুরাগের ছোঁয়া’র সূর্যকে চেনেন এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া দায়। স্টার জলসার এই টপার ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য এখন ‘সূর্য’ নামেই বেশি। তুখোড় অভিনয়ে অগুনতি মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।

দিব্যজ্যোতির ভক্তদের কথায়, তিনি একেবারে নিখুঁত। যেমন সুন্দর দেখতে, তেমনই গলার স্বর। আর অভিনয়ের তো কোনও কথাই হবে না! শুধু তাই নয়, শোনা যায়, পর্দার সূর্যর গানের গলাও বেশ ভালো। তিনি খুব সুন্দর গান গাইতে পারেন। তবে এবার গান গেয়েই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা।

Anurager Chhowa Surjya Dibyojyoti Dutta trolled for singing a song

দিব্যজ্যোতির বয়স মাত্র ২৩। এত কম বয়সেই পর্দায় তিন ছেলেমেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সিরিয়াল দেখে কেউ বলবেই না বাস্তব জীবনে এত কম বয়স ‘সূর্য’র (Surjya)। তবে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেলেও দিব্যজ্যোতি গান একেবারেই ভালোলাগেনি নেটিজেনদের একটি বিরাট অংশের।

আরও পড়ুনঃ দীপা ফেরাতেই ব্রেনওয়াশ করছে মিশকা, সূর্য কোর্টে যেতেই পাশে দাঁড়াবে অর্জুন! ফাঁস আসন্ন ট্র্যাক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিব্যজ্যোতির একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। সেই ভিডিওটি দেখে মনে হচ্ছে, কোথাও মাচা শো করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নায়ককে।

Dibyojyoti Dutta on Anurager Chhowa decreasing TRP

মাইক হাতে প্রথমে দর্শকদের উদ্দেশে দিব্যজ্যোতি বলেন, ‘তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা’ এই গান কিন্তু আবার গাইতে বলো না। কারণ আমি এই গান জানি না। এরপরেই গলা ছেড়ে ‘বিন্দাস’ ছবির ‘বিন্দাস হয়ে নাচো রে’ গানটি গাইতে শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ গ্রাম থেকে শহরে এসেই বাইজি বাড়ি! প্রকাশ্যে শ্বেতা-রণজয়ের নতুন সিরিয়ালের প্রথম প্রোমো


দিব্যজ্যোতির গানের এই ভিডিও দেখে অনেকেই বলছেন, তাঁর গান গাওয়ার চক্করে নাকি কানে তালা পড়ে গিয়েছে! কারোর আবার দাবি, অভিনেতা গান গাইছেন নাকি কবিতা বলছেন সেটাই তিনি বুঝতে পারছেন না। কেউ কেউ আবার লিখেছেন, দিব্যজ্যোতির কাছ থেকে এমনটা আশা করেননি তাঁরা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥