• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ননদিনি রায়বাঘিনী! রইল বাংলা সিরিয়ালের কয়েক জন কুচুটে ননদের তালিকা

Published on:

List of femous Sister In law of bengali serial

বাংলা সিরিয়ালে নায়ক নায়িকাদের মতোই সমান গুরুত্ব পেয়ে থাকেন খল নায়িকারা। অনেকসময় পর্দায় নায়িকাদের চরম শত্রু এই খলনায়িকা হয়ে থাকেন তাদের আপন ননদরাই। পারিবারিক অশান্তি কিংবা জমানো ক্ষোভ উগরে দিতেই  তারা নানা ভাবে বিপদে ফেলে নিজের দাদা কিংবা ভাই বৌ দের। আজকের প্রতিবেদনে তুলে ধরা হল বাংলা সিরিয়ালের এমনই ৫ জনপ্রিয় ‘ননদিনি রায় বাঘিনীদের কথা।

ইচ্ছে পুতুল (Ichcheputul):  এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’। এখন এই সিরিয়ালের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক দুর্ধর্ষ পর্ব। এই ধারাবাহিকেই নায়িকা মেঘের বদমাশ ননদ গিনির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ঐশী ভট্রাচার্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ননদ,Sister In Law,খলনায়িকা,Villain,ইচ্ছে পুতুল,Ichche Putul,রাঙা বউ,Ranga Bou,মুকুট,Mukut,তুঁতে,Tunte,সন্ধ্যাতারা,Sandhyatara

রাঙা বউ (Ranga Bou): জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বউ’তে নায়িকা পাখির এমনিতেই শত্রুর অভাব নেই। যা,দেয়ার,ভাসুর সবাই একেবারে ওত পেতে রয়েছে। শুধু তাই নয় পাখির ননদ ভাগ্যও ভালো নয় একেবারে। ধারাবাহিকে পাখির কুটিল ননদ কুমকুম চরিত্রে অভনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ননদ,Sister In Law,খলনায়িকা,Villain,ইচ্ছে পুতুল,Ichche Putul,রাঙা বউ,Ranga Bou,মুকুট,Mukut,তুঁতে,Tunte,সন্ধ্যাতারা,Sandhyatara

মুকুট (Mukut): জি বাংলার পর্দায় সম্প্রচারিত এমনই একটি জনপ্রিয় সিরিয়াল মুকুট। সারাবানি ভুইঁয়া অভিনীত এই সিরিয়ালে তাঁর অনস্ক্রিন ননদ লগ্নার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাক্ষি দে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ননদ,Sister In Law,খলনায়িকা,Villain,ইচ্ছে পুতুল,Ichche Putul,রাঙা বউ,Ranga Bou,মুকুট,Mukut,তুঁতে,Tunte,সন্ধ্যাতারা,Sandhyatara

তুঁতে (Tunte): স্টার জলসার পর্দায় সম্প্রচারিত একেবারে নতুন একটি সিরিয়াল হল ‘তুঁতে’। এই ধারাবাহিকে যদিও এখন নায়িকা তুঁতের বিয়ে হয়নি। তবে পর্দায় তাঁর হবু ননদ ঋষিকা চরিত্রে অভিনেত্রী  অনন্যা গুহর অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ননদ,Sister In Law,খলনায়িকা,Villain,ইচ্ছে পুতুল,Ichche Putul,রাঙা বউ,Ranga Bou,মুকুট,Mukut,তুঁতে,Tunte,সন্ধ্যাতারা,Sandhyatara

সন্ধ্যাতারা (Sandhyatara): স্টার জলসার পর্দায় সদ্য শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। এই ধারাবাহিকে প্রভাবশালী বিজয়া মাঠানের হিংসুটে ননদের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কন্যাকুমারী মুখার্জী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গসিপ,Gossip,ননদ,Sister In Law,খলনায়িকা,Villain,ইচ্ছে পুতুল,Ichche Putul,রাঙা বউ,Ranga Bou,মুকুট,Mukut,তুঁতে,Tunte,সন্ধ্যাতারা,Sandhyatara

ধারাবাহিকে দেখা যাচ্ছে দাদাকে বৌদির বিরুদ্ধে তাতিয়ে তোলাই তার কাজ। তবে এই ননদ ছাড়াও আরও অনেকেই রয়েছেন যাদের দেখে রীতিমত গা ইশপিশ করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥