• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্ধ্যে নামলেই টিভিতে চলছে অ্যাডাল্ট সিন! ৩ সিরিয়াল বয়কটের দাবিতে সরব বাংলার দর্শকেরা

Updated on:

Anurager Chhowa Kar Kache Koi Moner Kotha and Tomader Rani showing new generation story

সময়ের সঙ্গে আস্তে আস্তে সাহসী হয়ে উঠছে বাংলা সিরিয়াল (Bengali Serial)। সিনেমা এবং ওয়েব সিরিজে সাহসী দৃশ্য অনেক আগেই দেখেছেন দর্শকরা। তবে এবার বাংলা সিরিয়ালের কনটেন্টও ধীরে ধীরে সাহসী হয়ে উঠছে। স্টার জলসা (Star Jalsha), জি বাংলার (Zee Bangla) একাধিক মেগায় এখন শাশুড়ি-বৌমার ঝগড়া ছেড়ে ভিন্ন স্বাদের গল্প দেখানো হচ্ছে। আগে যে বিষয়ে কথাও হতো না, এখন সেটাই দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায়।

সম্প্রতি যেমন বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) দেখানো হয়েছে, ল্যাব থেকে সূর্যর স্পার্ম চুরি করে গর্ভবতী হয়েছে মিশকা। বিজ্ঞানের এমন ব্যবহার অতীতে কোনও বাংলা সিরিয়ালে এভাবে দেখানো হয়নি। এমনকি বাস্তব জীবনেও অনেক মানুষ এই বিষয়ে ঠিক করে জানেন না। তবে সেই গল্প দেখানোর ঝুঁকি নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। যা প্রমাণ করে ধীরে ধীরে বাংলা ধারাবাহিকের কাহিনীতে বদল আসছে।

Anurager Chhowa serial new update Tabla will exchange his sperm with Surjo

একই কথা বলা যায় জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) ক্ষেত্রেও। যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন তাঁরা জানেন, এই সিরিয়ালের নায়িকা শিমুল বৈবাহিক ধর্ষণের শিকার। বিয়ের পর থেকে স্বামীর লালসার শিকার হচ্ছে সে। এর আগে কোনও বাংলা ধারাবাহিকে বৈবাহিক ধর্ষণের কাহিনী এভাবে তুলে ধরা হয়নি।

আরও পড়ুনঃ মা ছেলে দুটোই দুশ্চরিত্র! ইচ্ছে পুতুলে গিনির শ্বাশুড়ীর নোংরামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

আরও পড়ুনঃ অভিষেক নেই মানি না! স্বামীর দেওয়া নোয়া পরি, পুজোয় সিঁদুরও খেলব স্পষ্ট কথা সংযুক্তার

স্টার জলসার ‘তোমাদের রানী’র (Tomader Rani) নামও রয়েছে এই তালিকায়। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, বিয়ের আগেই শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে দুর্জয়-রানী। এতদিন সাধারণত বিয়ের পরেই নায়ক-নায়িকার মিলনের দৃশ্য দেখানো হতো। তবে ‘তোমাদের রানী’ ব্যতিক্রম। বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে বিয়ের আগেই দুর্জয়-রানীর রোম্যান্সের ট্র্যাক দেখিয়েছে এই সিরিয়াল।

Tomader Rani, Tomader Rani Rani and Durjoy

এই তিন ধারাবাহিকের কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক হলেও, একথা অস্বীকার করার কোনও উপায় নেই এখানে সমাজের বাস্তব কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে। শাশুড়ি-বৌমার কুটকচালি কিংবা স্বামী-স্ত্রীর একে অপরকে আপনি বলার দিন যে শেষ তা এবার আস্তে আস্তে বোঝা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সিরিয়ালপ্রেমী সকল দর্শক যে এই পরিবর্তনে খুশি তা নয়। অনেকেই সিরিয়ালে এমন কনটেন্ট দেখানোর বিপক্ষে। সেই জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও বয়কটের ডাক উঠছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥