• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই মেলেনি সুখ, বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করে সুখী দাম্পত্য কাটাচ্ছেন এই ৫ টেলি তারকারা

Published on:

Bengali serial actors who got married twice

বিনোদন দুনিয়ার সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। এখানে সম্পর্ক জুড়তে এবং ভাঙতে বেশি সময় লাগে না। বাংলা টেলি ইন্ডাস্ট্রিতেই এমন অনেক (Bengali Serial Actor) তারকা আছেন যাদের প্রথম বিয়ের পরিণতি হয়েছে ডিভোর্স, তবে দ্বিতীয়বার বিয়ে (Marriage) করে সুখে আছেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকজন টেলি তারকার নাম।

গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : ‘গাঁটছড়া’ ঋদ্ধি তথা জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর ২০২০ সালে দেবলীনা কুমারকে বিয়ে করেন তিনি। এখন সুখে সংসার করছেন তাঁরা।

Gourab Chatterjee and Anindita Bose, Gourab Chatterjee and Devlina Kumar

মানালি দে (Manali Dey) : অভিনেত্রী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পেলেও মানালির প্রথম বিয়ে সফল হয়নি। ২০১২ সালে গায়ক সপ্তক ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদ। এরপর ২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘কার কাছে কই মনের কথা’র শিমুল। এখন বেশ সুখে সংসার করছেন দু’জনে।

Manali Dey and Saptak Bhattacharya, Manali Dey and Abhimanyu Mukherjee

ভরত কৌল (Bharat Kaul) : ছোটপর্দার পাশাপাশি বড়পর্দারও জনপ্রিয় মুখ হলেন অভিনেতা ভরত কৌল। অভিনেতা প্রথমবার বিয়ে করেছিলেন জনপ্রিয় টলি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু তাঁদের সংসার সুখের হয়নি। অনুশ্রীর সঙ্গে ডিভোর্সের পর ভরত অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তাঁদের একটি মেয়েও আছে।

Bharat Kaul Anushree Das and Jayashree Mukherjee

অনিন্দিতা বোস (Anindita Bose) : ২০১৩ সালে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অনিন্দিতা। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর মানালির বর্তমান স্বামী অভিমন্যুর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন অভিনেত্রী। যদিও সেই সম্পর্কেরও পরিণতি হয় বিচ্ছেদ।

Anindita Bose and Gourab Chatterjee, Anindita Bose and Abhimanyu Mukherjee

ইন্দ্রনীল মল্লিক (Indranil Mullick) : এই মুহূর্তে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে শতদ্রুর চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল। এর আগে ‘সাহেবের চিঠি’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা।

Indranil Mullick and Prerna Bhattacharya, Indranil Mullick and Sayantani Mullick

ইন্দ্রনীলও বাস্তব জীবনে দু’বার বিয়ে করেছেন। অভিনেত্রীর প্রথম স্ত্রী ছিলেন প্রেরণা ভট্টাচার্য। এই মুহূর্তে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে সাংভির চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই বিয়ে ভাঙার পর অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে বিয়ে করেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥