• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সি গ্রেড ছবির নায়িকা তাপসী পান্নু! অভিনেত্রীকে কটাক্ষ স্বঘোষিত ফিল্ম সমালোচক কেআরকের

স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে (krk)। বলিউড থেকে শুরু করে ওটিটি প্লাটফর্মের নানান ছবি ও ওয়েব সিরিজের রিভিউ করে থাকেন তিনি। একপ্রকার গাঁয়ে মানে না আপনি মোড়লের মতোই তার রিভিউ শুরু হয়েছিল। তবে দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কেআরকে। এমনকি রিভিউয়ে নিজের নানা মন্তব্যের কারণে বহুবার বিতর্কে নাম জড়িয়েছে কেআরকের।

সম্প্রতি তাপসী পান্নু (tapsee pannu) ও বিক্রান্ত (vikrant massey) মাসে অভিনীত নেটফ্লিক্স ছবি ‘হাসিন দিলরুবা (Haseen Dilruba)’ রিলিজ হয়েছে। ছবি রিলিজ হবার পর এর রিভিউ করতে অস্বীকার করেছেন কেআরকে। সাথে তাপসীকে ‘সি গ্রেড’ নায়িকা বলে কটাক্ষ করেছেন। অবশ্য এই প্রথম নয়, এর আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাপসীকে ‘বি গ্রেড’ নায়িকা বলে কটাক্ষ করেছিল।

   

KRK calls taapsee pannu C grade actress,KRK,Taapsee Pannu,Film Review,কেয়ারকে,কামাল রশিদ খান,তাপসী পান্নু,C Grade Movie,C grade actress

নিজের টুইটার হ্যান্ডেলে সমালোচক  KRK এই প্রসঙ্গে একটি টুইট করেছেন। টুইটে তার বক্তব্য, ‘অনেকেই আমাকে হাসিন দিলরুবা ছবির রিভিউ এর যে জন্য বলছেন। প্রথমত আমি জানিই না যে কোথায় এবং কখন এই ছবিটি রিলিজ হয়েছে। দ্বিতীয়ত আমি সি গ্রেড ছবির সি গ্রেড নায়িকাদের রিভিউ করি না। কারণ আমি আমি এবং আমিই হলাম বিশ্বের এক নম্বর ফিল্ম সমালোচক’।

KRK Calls Taapsee Pannu C Grade actress

কেআরকের এই টুইটটি  সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই  ভাইরাল হয়ে  পড়েছে। যা নতুন করে কেআরকের জন্য বিতর্ক তৈরী করেছে। প্রসঙ্গত কিছুদিন আগে সালমান খানের বহু অপেক্ষিত ছবি রাধে এর রিভিউ করে বেশ বিপাকে পড়েছেন কেআরকে। রাধে ছবিটির বাজে বলে রিভিউ করায় তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে সালমান খান। সেই কেস এই মুহর্তে চলছে।

যখন কেস হয় তখন কেআরকে দাবি করেন এভাবে তাকে সমালোচনা করা থেকে বিরত করা যাবে না। সালমান খানকে তিনি রাস্তায় নিয়ে এসে ছাড়বেন। অবশ্য আইনি জটিলতার পরেই সুর নরম হয়ে গিয়েছে কেআরকের। ইউটিউব থেকে সালমান খানের রিভিউ এর সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছেন তিনি। তবে মানহানির মামলা এখনো চলছে।