• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হতেই বেরিয়েছে আসল রূপ, ছোটবৌমা প্রতীক্ষার ওয়েস্টার্ন সাজ দেখে মাথাই নষ্ট মধুবালার!

Published on:

Kar Kache Koi Moner Kotha Pratiksha actress Kuyasha Biswas shares a photo in crop top and shorts

সদ্য বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) প্রতীক্ষা। শিমুল, মধুবালার সামনে সে এখন ভালোমানুষির নাটক করছে। যদিও ভেতর ভেতর বড় জা-কে বাড়ি থেকে তাড়ানোর সমস্ত প্ল্যানিং করে রেখেছে পলাশের বউ। এসবের মাঝেই প্রতীক্ষার ভোলবদল দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের!

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, প্রতীক্ষা নেগেটিভ চরিত্র। শিমুলকে সে একেবারেই সহ্য করতে পারে না। তাকে বিষ খাইয়ে মারার প্ল্যানেও শামিল ছিল পলাশের বউ। এখন অবশ্য প্রিয়াঙ্কার বুদ্ধিতে ভালো সাজার নাটক করছে সে। বলে রাখি, ‘কার কাছে কই মনের কথা’য় প্রতীক্ষার ভূমিকায় দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী কুয়াশা বিশ্বাসকে (Kuyasha Biswas)

Kar Kache Koi Moner Kotha Palash and Pratiksha

এর আগেও একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন কুয়াশা। ‘গোধূলি আলাপ’, ‘বাংলা মিডিয়াম’এ তাঁকে দেখেছেন দর্শকরা। এখন প্রতীক্ষারূপে (Pratiksha) দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। সম্প্রতি তাঁরই ভোলবদলের ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ TRP টপার হতে তৈরী! রণজয়-শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’র নতুন প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

কুয়াশার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে নীল রঙের একটি হট প্যান্ট এবং মাল্টি কালারের ক্রপ টপ। খোলা চুলে বেশ লাস্যময়ী দেখাচ্ছে অভিনেত্রীকে। এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, বিয়ে হতেই এ কেমন ভোলবদল হল প্রতীক্ষার! কেউ কেউ তো আবার মধুবালার প্রতিক্রিয়া কেমন হবে সেটাও ভেবে নিয়েছিলেন!

Kar Kache Koi Moner Kotha Pratiksha actress Kuyasha Biswas

তবে বলে রাখি, সিরিয়ালের ট্র্যাকের সঙ্গে কুয়াশার এই ছবির কিন্তু কোনও যোগসূত্র নেই। একটা রিল লাইফ এবং আরেকটা রিয়েল লাইফ। অভিনেত্রী সিরিয়ালে সাত পাকে বাঁধা পড়েছেন। আর ক্রপ টপ-শর্টস পরা ছবিটি বাস্তব জীবনের। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অতীতেও এমন ‘হট অবতারে’ হাজির হয়েছেন কুয়াশা।

আরও পড়ুনঃ পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য

‘কার কাছে কই মনের কথা’র ট্র্যাকের নিরিখে বলা হলে, সদ্য শিমুল-শতদ্রুকে গয়না চুরির দায়ে ফাঁসানো হয়েছে। তবে শিমুল এই অপবাদ থেকে শীঘ্রই নিষ্কৃতি পাবে এবং তারপর পরাগের থেকে ডিভোর্স চাইবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো। এখন শুধু সেই পর্ব টেলিকাস্ট হওয়ার অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥