• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং থেকে ফিরে আচমকাই অজ্ঞান, দ্রুত পৌঁছালেন হাসপাতালে! এখন কেমন আছেন রণজয় বিষ্ণু?

Published on:

Kon Gopone Mon Bheseche Actor Ranojoy Bishnu suddenly hospitalised how is he now

বাংলা সিরিয়ালের (Bengali Serial) একজন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। খুব বেশিদিন শুরু হয়নি মেগাটি তবে ইতিমধ্যেই বেশ পপুলারিটি পেয়েছে দর্শকের কাছে। তবে হটাৎই শুটিং ফ্লোর কাজের সময়ই নাকি ব্লাড প্রেসার কমে যায়। এই অবস্থাতেই কাজ শেষ করে বাড়ি ফিরসিলেন, তখনই বাড়িরই কাছে গাড়ি থেকে নেমে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুটিং থেকে ফিরে বাড়িতে ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন রণজয় বিষ্ণু। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একরাতের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। তারপর ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে। অভিনেতার আকস্মিক এমন অসুস্থতার খবর পেয়ে ভক্তদের অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে জানা যাচ্ছে বর্তমানে সুস্থ আছেন তিনি।

Bengali Serial Actor Ronojoy Bishnu

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘বিগত দু সপ্তাহ ধরেই অসুস্থ লাগছে। শুটিংয়ে গিয়ে শরীর খারাপ লাগছিলো তাই ডাক্তার ডাকা হয়, তখনি জানা যায় ব্লাড প্রেসার অনেকটাই কমে গিয়েছে। এরপর বাড়ির সামনে অজ্ঞান হয়ে যেতে আবাসনের প্রতিবেশীরাই আমায় হাসপাতালে নিয়ে গিয়েছিল। শুনলাম ভুলভাল বকছিলাম। আসলে কয়েকদিন ধরে মানসিক চাপ যাচ্ছে, হয়তো সেটা থেকেই হয়েছে’।

আরও পড়ুনঃ অর্জুনের সাথে বিয়ে করুক মা, এটাই শেষ ইচ্ছা! হাসপাতালে রুপার মুখ চেয়ে কি করবে দীপা?

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে হাসপাতালে ছিলেন অভিনেতা। আজ বাড়ি ফিরেছেন, তবে ডাক্তারের মতে তাঁর বিশ্রামের প্রয়োজন। এদিকে রণজয়ের মতে, ‘এই মুহূর্তে মেগা সিরিয়াল চলছে। আমাকে নিয়ে অনেক সিন আছে। দুম করে ছুটি নেওয়ার পক্ষপাতী নই আমি। তবে চিকিৎসককে কথা দিয়েছি, বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। আজ শুটিংয়ে যাচ্ছি, একটা সিন করে বাড়ি ফিরে আসবো’।

Ranojoy Bishnu Shares health update on instagram

আরও পড়ুনঃ ‘এক্কা দোক্কা’র পর আবারও ফিরছেন পর্দায়! কবে আসছে নতুন সিরিয়াল? সুখবর দিলেন সোনামণি

প্রসঙ্গত, ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে একটি স্টোরিও শেয়ার করেছেন অভিনেতা। রণজয় লিখছেন, আরেকটা কথা, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে বিগত কয়েকটিন ধরে সক্রিয় নই স্বাস্থ্যের কারণে। বর্তমানে সবটাই আমার টিম দেখছে। তবে হ্যাঁ আমি খুব শীঘ্রই ফিরব। আর ধন্যবাদ আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফ্যামিলিকে সমস্ত মেসেজের জন্য’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥