রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এমন একজন অভিনেতা যাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে কোনও রটনা শোনা যায় না। অভিনয়ের বাইরে পুরোদস্তুর সাংসারিক মানুষ তিনি। পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে তাঁর গোটা জীবন। বেশ কিছু আদর্শ আছে অভিনেতার, যা সর্বদা মেনে চলেন তিনি। এমনকি একমাত্র মেয়ে কোয়েলের ক্ষেত্রেও তার অন্যথা হতে দেন না!
বিনোদন ইন্ডাস্ট্রিতে নেপোটিজম কোনও নতুন বিষয় নয়। তারকাসন্তানদের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে সরব হয়েছেন অনেকে। তবে রঞ্জিত-কন্যা কোয়েল মল্লিককে (Koel Mallick) এই বিতর্ক স্পর্শ করতে পারেনি। কারণ কোয়েলের কেরিয়ার শুরু হওয়ার সময়ই অভিনেতা তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি রঞ্জিত মল্লিকের মেয়ে হতে পারেন। তবে দিনের শেষে ‘বাবা-টাবা দিয়ে কিচ্ছু হবে না’। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খুলেছিলেন বর্ষীয়ান তারকা।
হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’র হাত ধরে সিনেদুনিয়ায় (Tollywood) আত্মপ্রকাশ করেছিলেন কোয়েল। রঞ্জিত-কন্যা বলে ডেবিউ ছবি পেতে কোনও অসুবিধা হয়নি। তবে রঞ্জিত পরিচালককে স্পষ্ট বলেছিলেন, অভিনয় না পারলে ওকে ছবি থেকে বাদ দিয়ে দেবেন! অভিনেতা বলেন, ‘হর যখন ওকে ‘নাটের গুরু’তে নিল, আমি তখন পরিষ্কার বলে দিয়েছিলাম, ‘হর দু’দিন দেখবেন, যদি দেখেন ও পারছে না তাহলে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে নেবেন’।
আরও পড়ুনঃ প্রিয়জনদের কেড়ে নিয়েছেন মা সরস্বতী! পুজোর আবহে স্মৃতি হাতড়ালেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়
এদিকে বাবা হয়ে নিজের মেয়েকে ছবি থেকে বাদ দেওয়ার কথা বলবেন রঞ্জিত, এটা কল্পনা করতে পারেনি কোয়েল। অভিনেতা বলেন, ‘কোয়েল তো বিশ্বাসই করতে পারেনি। ও বলে, বাবা, এটা তুমি কী করে করতে পারলে! আমি ওকে বাদ দেওয়ার কথা দু’টো কারণে বলেছিলাম। একটা, ছবি তৈরিতে অনেক টাকার দরকার হয়। তাই নতুন মেয়ে যদি ঠিকভাবে টানতে পারে! আর দ্বিতীয়ত, যদি কোনও কারণে ও বাতিল হয়ে যায় পরে বাবা হিসেবে আমারও খারাপ লাগবে। তাই আগে থেকেই বলে দিয়েছিলাম, বাজে করলে বাদ। তবে কোয়েলের ভাগ্য ভালো, সব ভালো হয়েছিল’।
কেরিয়ারের শুরুতে বাবা তাঁকে ছবি থেকে বাদ দিতে বলেছেন, এই নিয়ে প্রথম প্রথম কিছুটা অভিমান হয়েছিল কোয়েলের। তবে পরবর্তীকালে অভিনেত্রী বুঝেছিলেন, তাঁর বাবা কোনও ভুল কথা বলেননি। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে একাগ্র হতেই হবে, এর কোনও বিকল্প নেই।
আরও পড়ুনঃ সফল হয়নি প্রথম বিয়ে! দাম্পত্য জীবনে প্রচুর অশান্তিতে ভুগেছেন কৌশিক-লাবণী
কেরিয়ার শুরুর আগেই রঞ্জিত মল্লিক নিজের মেয়েকে বুঝিয়ে দিয়েছিলেন, ‘একটা অথবা দু’টো ছবিতে লোকে তোমায় রঞ্জিত মল্লিকের মেয়ে বলে পাঠ পাইয়ে দেবে। অনেকের কৌতুহল থাকবে, যাই দেখে আসি, রঞ্জিত মল্লিকের মেয়ে কেমন অভিনয় করছে। তবে তৃতীয় ছবি থেকে নয়। ওটা তোমায় নিজেকে প্রমাণ দিতে হবে। বাবা-টাবা দিয়ে হবে না। এটাই নিয়ম। শুধু আমার নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য। বাবা দিয়ে হবে না, যদি নিজে মনোযোগী না হও’।