• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সফল হয়নি প্রথম বিয়ে! দাম্পত্য জীবনে প্রচুর অশান্তিতে ভুগেছেন কৌশিক-লাবণী

Updated on:

Kaushik Banerjee and Laboni Sarkar love story and life struggle story

কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee) এবং লাবণী সরকার (Laboni Sarkar), দু’জনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। একসময় বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন তাঁরা। এখন ছোটপর্দায় প্রায়ই দেখা যায় তাঁদের। অনেকেই জানেন না, বাংলা সিনেদুনিয়ার (Tollywood) এই দুই তারকা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা। তবে অতীতে কিন্তু কম যন্ত্রণা সহ্য করতে হয়নি তাঁদের।

কৌশিক এবং লাবণী (Kaushik Laboni), দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। দু’জনেই প্রথম বিয়েই ব্যর্থ হয়েছিল। স্বনামধন্য গায়ক শ্যামল মিত্রের কন্যা মনোবীণা মিত্র হলেন অভিনেতার প্রথম স্ত্রী। এখন মানসিক ভারসাম্য হারিয়ে মনোবীণার আশ্রয় হয়েছে আশ্রমে। কৌশিক-মনোবীণার একমাত্র সন্তান ছোট থেকে বাবার কাছেই মানুষ হয়েছে। কৌশিকের কাছেই থাকেন তিনি।

Kaushik Banerjee and Laboni Sarkar love story

বিয়ে অসফল হলেও, ছেলের দায়িত্ব নিতে অস্বীকার করেননি কৌশিক। ছোট থেকেই সুস্নাত তাঁর কাছে থেকেছে। লাবণীকেই নিজের মা হিসেবে চেনে সে। অপরদিকে লাবণীরও প্রথম বিয়ে চূড়ান্ত অসফল হয়েছিল। একদিকে বাবাকে হারানোর যন্ত্রণা অপরদিকে দাম্পত্য জীবনের অশান্তি, দুই মিলিয়ে আস্তে আস্তে হতাশায় ডুবে যাচ্ছিলেন লাবণী। এমন অবস্থাউ যাত্রাপালায় অভিনয় করতে গিয়ে কৌশিকের সঙ্গে আলাপ হয় তাঁর।

আরও পড়ুনঃ পারল না ফুলকি-পর্ণা, গীতা না জগদ্ধাত্রী কে হল বেঙ্গল টপার? নিজেই দেখে নিন চোখ ধাঁধানো TRP তালিকা

কৌশিক এবং লাবণী, দু’জনেরই প্রথম বিয়ে সফল হয়নি। দু’জনেই সেই বিয়ে ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। অল্প সময়ের মধ্যেই দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর একসময় বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। কৌশিক-মনোবীণার ছেলে সুস্নাতকে বরাবর নিজের সন্তানের মতোই ভালবেসেছেন লাবণী। অপরদিকে ১০ বছর বয়স থেকে অভিনেত্রীকেই নিজের মা হিসেবে চিনেছেন কৌশিক-পুত্র।

Kaushik Banerjee and Laboni Sarkar love story

প্রথম বিয়ে সুখের না হলেও, দ্বিতীয় বিয়েতে বেশ সুখে আছেন কৌশিক-লাবণী। সিঙ্গেল বাবা হিসেবে ছেলের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কৌশিক। কিন্তু তা সত্ত্বেও সুস্নাতর জীবনে মায়ের অভাব যে থেকেই যাচ্ছে, তা বেশ বুঝতে পারছিলেন তিনি। অভিনেতা একবার বলেছিলেন, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে বাড়ি এসে তিনি দেখে যেতেন সুস্নাত খেয়েছে কিনা। কৌশিকের কথায়, ‘আমি মানি, মায়ের অভাব বাবা কখনও পূরণ করতে পারেন না। সেটা শুধু মা-ই পারেন’।

আরও পড়ুনঃ ২৫ বছর বিবাহিত হয়েও কেন স্বামীর পদবি ব্যবহার করেন না ঋতুপর্ণা? এতদিনে ফাঁস হল রহস্য

অন্যদিকে লাবণীর কথায়, কৌশিকের মতো মানুষ খুঁজে পাওয়া ভীষণ কঠিন। বড়পর্দায় দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে খুব ভালো মনের মানুষ তিনি। টলিউডের অনেকেই এই কথা একবাক্যে মেনে নেন। ভিলেন হিসেবে তাঁকে দর্শক অপছন্দ করেন। তবে বাস্তব জীবনে দুর্দান্ত মানুষ তিনি। অনেকের কথায়, কৌশিক হলেন বাংলা সিনেদুনিয়ার ‘প্রাণ’। বলিউডের কিংবদন্তি ভিলেন প্রাণ যেমন বাস্তব জীবনে দুর্দান্ত মানুষ, কৌশিক বন্দ্যোপাধ্যায়ও তাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥