• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাই পেয়েছেন ৫টি জাতীয় পুরস্কার! শ্রেয়া-অরিজিৎ-র একটা গানের দক্ষিণা কত জানেন?

Published on:

How much National Award winner Shreya Ghoshal and Arijit Singh charge for a song

পুজোর আবহে গত ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞানভবনে বসেছিল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Award) আসর। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আলিয়া ভাট, আল্লু অর্জুনদের পাশাপাশি এই বছর জাতীয় পুরস্কার ভূষিত হন বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এই নিয়ে পঞ্চমবার এই পুরস্কার জিতলেন তিনি। এছাড়াও বাংলার আরও এক রত্ন বা বলা ভালো সুরের জাদুকর অরিজিৎ সিং (Arijit Singh)

একবার জাতীয় পুরস্কার জেতাই যেখানে অত্যন্ত সম্মানের, সেখানে পাঁচবার এই পুরস্কার জিতেছেন শ্রেয়া। সম্প্রতি সেই গর্বের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন গায়িকা। তবে আপনি কি জানেন, পাঁচবার জাতীয় পুরস্কার জয়ী এই বঙ্গ তনয়া একটি গান গাইতে কত টাকা পারিশ্রমিক (Fees) নেন? টাকার অঙ্কটা শুনলে চমকে যাবে যে কেউ।

Shreya Ghoshal, Shreya Ghoshal National Award, Shreya Ghoshal National Award record

১৯৮৪ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন শ্রেয়া। ছোট থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল তাঁর। মাত্র ৬ বছর বয়সেই তাই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করে দেন তিনি। এরপর ১২ বছর বয়সে ‘সারেগামাপা’র হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শ্রেয়া।

আরও পড়ুনঃ পঞ্চমীতেই ধামাকা! ষ্টার জলসায় আসছে নতুন মেগা, প্রকাশ্যে গীতা LLB-র প্রথম প্রোমো ভিডিও

জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মঞ্চ কাঁপানোর পর শ্রেয়ার সামনে খুলে যায় প্লেব্যাকের দরজা। ‘দেবদাস’ ছবিতে গানের সুযোগ পেয়ে যান তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন হলেন তিনি।

আরও পড়ুনঃ জেলে যাবে ময়ূরী, মেঘ-নীলের বিয়ে দেবে মীনাক্ষী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Shreya Ghoshal, Shreya Ghoshal fees for a song

মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, বর্তমানে একটি গান গাইতে শ্রেয়া প্রায় ২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। এই বিষয়ে অবশ্য গায়িকা কিংবা তাঁর টিম অফিশিয়ালি কিছু জানাননি। শ্রেয়ার পরেই এই তালিকায় নাম রয়েছে আর এক বাঙালি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh)

Arijit Singh, Arijit Singh fees for a song

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একটি গান গাইতে প্রায় ১০ লাখ টাকা চার্জ করেন অরিজিৎ। সেই সঙ্গেই কনসার্ট থেকেও মোটা টাকা আয় করেন তিনি। শোনা যায়, একটি কনসার্টের জন্য প্রায় দেড়-দু’কোটি টাকা চার্জ করেন অরিজিৎ। শ্রেয়ার মতো অরিজিতের পারিশ্রমিকের বিষয়েও তিনি নিজে অথবা তাঁর টিম কোনও বিবৃতি দেননি। তাই বং ট্রেন্ডের তরফ থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥