• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্চমীতেই ধামাকা! ষ্টার জলসায় আসছে নতুন মেগা, প্রকাশ্যে গীতা LLB-র প্রথম প্রোমো ভিডিও

Published on:

Star Jalsha new Bengali serial Geeta LLB promo is out now

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন যেন নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর ধুম পড়েছে। গত কয়েক মাসে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার পর্দায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও একটি নাম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিন্ন স্বাদের মেগা ‘গীতা এলএলবি’র (Geeta LLB) প্রথম প্রোমো।

অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, স্টার জলসার পর্দায় আরও একটি নতুন ধারাবাহিক শুরু হয়ে চলেছে। অবশেষে দেখা গেল সেই গুঞ্জনই সত্যি। পুজোর আবহে আচমকাই নতুন সিরিয়ালের প্রোমো (Promo) শেয়ার করে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

Geeta LLB, Geeta LLB promo, Geeta LLB Bengali serial

‘গীতা এলএলবি’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছে, ধারাবাহিকের নায়িকা গীতা পেশায় একজন উকিল। খুন, অপহরণ, চুরি থেকে শুরু করে শ্লীলতাহানি- সব ধরণের কেস সামলায় সে। সেই সঙ্গেই একা হাতে বাড়ির সব কাজও করতে হয় তাকে।

আরও পড়ুনঃ সূর্যকে ফিরে পেয়েও চাপে দীপা! জগদ্ধাত্রীকে টেক্কা ফুলকির, পঞ্চমীতে সম্পূর্ণ বদলে গেল TRP তালিকা

আসন্ন এই ধারাবাহিকের এই প্রথম প্রোমোয় দেখা গিয়েছে, কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে গীতা। সেই সময় কেউ তাকে ইসবগুল আনার কথা বলে, কেউ আবার ইলেকট্রিক বিল দিয়ে দেওয়ার কথা। এত ঝক্কি পেরিয়ে গীতা যখন কোর্টে যেতে যায়, সেই সময় দেখে তার স্কুটির টায়ার পাংচার হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ জেলে যাবে ময়ূরী, মেঘ-নীলের বিয়ে দেবে মীনাক্ষী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Geeta LLB, Geeta LLB promo, Geeta LLB Bengali serial

সেই সময়ই গীতার কাছে এসে একজন বলে, তিনি মক্কেল এনেছেন। দ্বিতীয়জন বলে ওঠে, অপহরণের মামলা। সেকথা শুনেই গীতা স্বপ্ন দেখতে থাকে, এই মামলা জিতে সে অনেক নাম করে ফেলেছে। কিন্তু তখনই সে জানতে পারে, অপহরণ হয়েছে একটি ছাগলের। সেই মামলা লড়ার দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে।

একথা শুনেই মেজাজ হারায় গীতা। সে বলে, ‘আমার কাছে ছাগল চুরির কেস, জানিস আমি কে? আমি গীতা এলএলবি। কোর্টে আমার মুখ চলে, বাইরে আমার হাত’। গীতার রুদ্ররূপ দেখেই সেখান থেকে পালায় বাকি সকলে। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকের প্রোমো বেশ ভালোলেগেছে দর্শকদের। হিয়া মুখার্জি অভিনীত এই সিরিয়াল এবার কবে থেকে শুরু হয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥