• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেলে যাবে ময়ূরী, মেঘ-নীলের বিয়ে দেবে মীনাক্ষী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Updated on:

Zee Bangla,Bengali serial,Icche Putul,Mayuri,Megh,Neel,Serial,Television,TV serial,Roop,Gini,জি বাংলা,বাংলা সিরিয়াল,ইচ্ছে পুতুল,ময়ূরী,মেঘ,নীল,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,রূপ,গিনি,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। শুরুর দিকে টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও আস্তে আস্তে দর্শকমনে স্থান করে নিয়েছে এই মেগা (Bengali Serial)। মেঘের কথা না শুনে রূপকে বিয়ে করে এখন পস্তাচ্ছে গিনি। রূপ আসলে কেমন ছেলে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তবে এবার শীঘ্রই সবার সামনে রূপের মুখোশ খুলতে চলেছে। সেই সঙ্গেই পর্দাফাঁস হতে চলেছে ময়ূরীর।

একসময় রূপ-ময়ূরীর চক্রান্তে মেঘকে দুশ্চরিত্রা ভেবেছিল গোটা গাঙ্গুলী পরিবার। গিনির উপকার করতে চাইলেও সকলের চোখে দোষী হয়ে গিয়েছিল সে। তবে এখন গিনি বুঝে গিয়েছে রূপ সত্যিই দুশ্চরিত্র। কিন্তু এখন চেয়েও কাউকে কিছু বলতে পারছে না সে। কারণ রূপ হুমকি দিয়েছে, গিনি মুখ খুললে তার নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়া হবে।

Rup blackmail gini by her Naked video upcoming episode of Iccheputul

নিজের সম্মান বাঁচাতে এই মুহূর্তে গিনি চুপ করে থাকলেও শীঘ্রই সবার সামনে রূপের মুখোশ খুলতে চলেছে। ধারাবাহিকের নতুন প্রোমোতেই দেখা গিয়েছে সেই দৃশ্য। রূপকে যে পুলিশ ধরে নিয়ে যাবে সেটাও দেখে নিয়েছে দর্শকরা।

আরও পড়ুনঃ মুখের ওপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের সিনেমা! আজও বাঙালিকে মুগ্ধ করেন ভিক্টর ব্যানার্জি

তবে শুধু রূপ নয়, তার সঙ্গেই ময়ূরীর (Mayuri) ভালোমানুষির মুখোশও এবার খুলতে চলেছে। কারণ রূপ ফাঁসলে সে নিজের পিঠ বাঁচাতে যে ময়ূরীর নাম নেবে একথা একপ্রকার পরিষ্কার। তখনই মীনাক্ষী সহ গাঙ্গুলী পরিবারের প্রত্যেকে বুঝে যাবে গিনির জীবন নষ্ট করার আসল কলকাঠি নেড়েছিল এই ময়ূরীই।

আরও পড়ুনঃ মিশকাকে জেলে পাঠিয়ে ভালোবাসায় মাতলো সূর্য-দীপা! টিভির আগেই ফাঁস আজকের ফাটাফাটি পর্ব

Zee Bangla Bengali serial Icche Putul Megh rescues Gini promo out now

দর্শকদের অনুমান, আসল সত্যি জানার পর নীলের মা ছেলের সঙ্গে ময়ূরীর বিয়ে ভেঙে দেবে। সেই সঙ্গেই আসল দোষীকে তুলে দেবে পুলিশের হাতে। শুধু তাই নয়, ফের একবার মেঘকে ছেলের বৌ করেও বাড়ি নিয়ে আসবেন মীনাক্ষী। এবার দেখা যাক, দর্শকদের অনুমানের সঙ্গে সিরিয়ালের আগাম ট্র্যাক মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥