• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! ‘কিরণমালা’ অভিনেত্রী রুকমার গান শুনে মুগ্ধ দর্শকেরা

Published on:

Kiranmala actress Rooqma Ray's music video goes viral

Rooqma Roy Singing Video : এখনকার দিনের বাংলা সিরিয়ালের (Bengali Serial) বেশীরভাগ অভিনেতা অভিনেত্রীরাই হয়ে থাকেন মাল্টি ট্যালেন্টেড।দুর্দান্ত অভিনয় ক্ষমতা ছাড়াও কেউ নাচে তো কেউ আঁকায়, কেউ আবার লেখালেখিতেও দারুন পটু হয়ে থাকেন। কারও আবার গানের গলাও হয়ে থাকে দুর্দান্ত। বাংলা বিনোদন জগতের এমনই একজন সুন্দরী অভিনেত্রী হলেন রুকমা রায় (Rooqma Ray)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘কিরণমালা’ (Kiranmala) নামেই পরিচিত।

বর্তমানে রুকমা অভিনয় করছেন সানবাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রূপসাগরের মনের মানুষ’ (Rup SagoreMoner Manush) ধারাবাহিকে। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হয়েছে পূর্ণা (Purna)। জি বাংলার ‘লালকুঠি’ সিরিয়াল শেষ হওয়ার পর  এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করেছেন রূকমা। এই ধারাবাহিকের তার নায়ক কিন্তু তথাকথিত সুদর্শন পুরুষ নয়। তাই  সিরিয়াল শুরুর দিকে নায়ক কে নিয়ে শুরু হয়েছিল ব্যাপক ট্রোলিং। দর্শকদের দাবি ছিল রুকমার মত সুন্দরীর পাশে হ্যান্ডসাম নায়কই মানায়।

Rooqma Ray, Rooqma Ray Baby

তাই অবিলম্বে নতুন নায়ক আনার দাবি তুলেছিলেন দর্শক। এরই মধ্যে সম্প্রতি নতুন গাড়ি কিনে শিরোনামে এসেছিলেন অভিনেত্রী। তাই বোঝাই যাচ্ছে নিজের ক্যারিয়ারের দিক দিয়ে এই মুহূর্তে বেশ ভালো জায়গাতেই রয়েছেন রুকমা। প্রসঙ্গত অভিনয় জগতের সাথে যুক্ত তারকাদের কিন্তু অভিনয়ের পাশাপাশি উপার্জনের একটা বড় অংশ হল বিভিন্ন গ্রাম বাংলার মাচা অনুষ্ঠান।

আরও পড়ুনঃ চুলে টানতেই বেরিয়ে এল টাক! পর্ণার পর ফাঁস বটুসোনার মুখোশ, টিভির আগেই ফাঁস নিম ফুলের মধু’র ধামাকা পর্ব

রুকমার ভাইরাল মিউজিক ভিডিও 

আগেও একাধিকবার এই ধরনের মাচা শো’তে  গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন রুকমা। তাই  অভিনয়ের পাশাপাশি রূকমার গানের গলাও যে অসাধারণ তা জানা রয়েছে সকলেরই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুকমার গানের অনুষ্ঠানের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ ৬ মাসের প্রেম, ৩ দিনে বিচ্ছেদ! ‘কৌশিকী’ অভিনেত্রী রূপসার প্রেম কাহিনী সিনেমার চেয়ে কম নয়

সেখানে অভিনেত্রীর গলায় শোনা যাচ্ছে, রোজা সিনেমার বিখ্যাত গান ‘ইয়ে হাসিন বাদিয়া’। ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই  ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। প্রিয় অভিনেত্রীর গলায় হিন্দি গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরাও। এমনই একজন নেটিজেনের মন্তব্য ‘যাক নায়িকা যে সত্যি গায়িকা তও শোনা গেলো, দুর্দান্ত।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥