• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ মাসের প্রেম, ৩ দিনে বিচ্ছেদ! ‘কৌশিকী’ অভিনেত্রী রূপসার প্রেম কাহিনী সিনেমার চেয়ে কম নয়

Published on:

Jagaddhatri serial Koushiki actress Rupsha Chakraborty and Snehasish Chakraborty love story

Rupsha Chakraborty Love Story : বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন তাঁর পরিচিতি অবশ্য ‘কৌশিকী’ (Koushiki) নামেই বেশি। জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে (Jagaddhatri) এই চরিত্রেই অভিনয় করছেন তিনি। তবে অনেকেই জানেন না, শুধু অভিনেত্রী নন, রূপসা কিন্তু ‘জগদ্ধাত্রী’ প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর (Snehasish Chakraborty) স্ত্রী-ও।

একাধিক সফল বাংলা ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন রূপসা। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর ব্লুজ প্রোডাকশন হাউসের (Blues Production) সিরিয়ালেই দেখা গিয়েছে তাঁকে। স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অন্যতম বড় স্তম্ভ তিনি। ‘ভালোবাসা ডট কম’, ‘বেনে বউ’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি রবে নীরবে’ সহ একাধিক আইকনিক সিরিয়ালের (Bengali Serial) সঙ্গে নাম জড়িয়ে রয়েছে তাঁর।

Rupsha Chakraborty, Rupsha Chakraborty love story

সম্প্রতি সেই রূপসার অজানা প্রেম কাহিনীই (Love Story) সামনে এসেছে। যা শুনে অনেকেই বলছেন, সিনেমার চেয়ে কোনও অংশে কম নয় স্নেহাশীষ-রূপসার লাভ স্টোরি। অনেকেই জানেন না, পর্দার কৌশিকীর বাবা অলোক চট্টোপাধ্যায়ও একজন নামী অভিনেতা। অভিনয়, গানের পরিবেশে বড় হয়েছেন রূপসা। ছোট থেকেই গানের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল অভিনেত্রীর। সেই গানের সূত্রেই স্নেহাশীষের সঙ্গে প্রথম আলাপ হয় তাঁর।

আরও পড়ুনঃ চুলে টানতেই বেরিয়ে এল টাক! পর্ণার পর ফাঁস বটুসোনার মুখোশ, টিভির আগেই ফাঁস নিম ফুলের মধু’র ধামাকা পর্ব

Rupsha Chakraborty and Snehasish Chakraborty, Rupsha Chakraborty love story

রূপসা জানান, একসময় স্নেহাশীষের কাছ থেকে প্রায় ৬-৭ মাস গানের তালিম নিয়েছিলেন তিনি। গান শিখতে শিখতেই স্নেহাশীষের সঙ্গে প্রেম শুরু হয়। এরপর সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। বিয়ের পর প্রথম দিকে হাউসওয়াইফ হিসেবে ঘর সংসারের দায়িত্ব সামলাতেন রূপসা। এরপর স্বামীর অনুপ্রেরণাতেই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি।

আরও পড়ুনঃ সন্ধ্যার রূপে মুগ্ধ আকাশ, তারাকে ভুলে স্ত্রীর প্রেমে ডুব দিচ্ছে আকাশনীল! দিলখুশ দর্শকদের

Rupsha Chakraborty and Snehasish Chakraborty, Rupsha Chakraborty love story

মিষ্টি চেহারার রূপসার অভিনয়ে আজ মুগ্ধ গোটা বাংলা। তবে ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী আজও স্বামী স্নেহাশীষকেই নিজের অভিনয়ের গুরু মানেন। শোনা যায়, ব্লুজ প্রোডাকশন হাউসের অভিনেতা-অভিনেত্রীরা প্রথম দিকে রূপসাকে নাকি খানিক সমীহ করে চলেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি হয়ে ওঠেন সকলের ‘বউমণি’। স্নেহাশীষদার বউ, সেই কারণে ‘বৌদি’ নামেই ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ‘জগদ্ধাত্রী’র কৌশিকী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥