• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুল টানতেই বেরিয়ে এল টাক! পর্ণার পর ফাঁস বটুসোনার মুখোশ, টিভির আগেই ফাঁস নিম ফুলের মধু’র ধামাকা পর্ব

Updated on:

Neem Phooler Madhu serial upcoming episode will reveal Ful Mashi's Truth

Neem Phooler Madhu Batabyal real identity revealed : এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি সিরিয়াল সম্প্রচারিত হচ্ছে তাদের মধ্যে সবার থেকে একেবারে আলাদা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। শুরু থেকেই দর্শকদের মনেও বিশেষ ভাবে দাগ কেটেছেএই সিরিয়ালটি।  দর্শকরাও এই সিরিয়াল সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিকবার জানিয়েছেন এই সিরিয়ালটি তে সব রকম বিষয় দেখানো হয়।

তাই এই ধারাবাহিকে যেমন নায়ক-নায়িকা সৃজন ও পর্ণার (Srijan-Parna) মিষ্টি প্রেমের গল্প রয়েছে, তেমনি রয়েছে বাবুর মায়ের সাথে পর্ণার খুঁটিনাটি ঝগড়াও। আবার দত্তবাড়ির প্রধান কর্ত্রী হেমনলিনী দেবীর মত সুন্দর মনের একজন মানুষও রয়েছে এখানে। সব মিলিয়ে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্বই থাকে টানটান উত্তেজনায় মোড়া। যা থেকে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারে না দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,ফুল মাসি,Ful Mashi,সত্যি ফাঁস,Truth Reveal,আসন্ন পর্ব,Upcoming Episode

আর এই সিরিয়ালের সব থেকে বড় গুণ হল কোন গল্পকেই একটানা ইলাস্টিকের মতো টেনে না গিয়ে নির্দিষ্ট সময়েই তা শেষ করা হয়। সত্যি ফাঁস করতেও মাসের পর মাস সময় লাগায় না এই সিরিয়ালের লেখিকা। এই যেমন কিছুদিন আগেই তিন্নির ফুল মাসি সেজে থাকা বটব্যালের চক্রান্তেই দত্ত বাড়ির সকলের সামনে এসেছে পর্ণার বিপাশা ব্যানার্জি সেজে শাড়ির ব্যবসা করার সত্যিটা।

আরও পড়ুনঃ সূর্যর সামনেই মিশকাকে জবর ধোলাই! দীপার রুদ্র রূপ দেখে ‘সাবাশ’ বলছে দর্শকেরা

ফুলমাসির পর্দা ফাঁস করবে পর্ণা : যদিও কাজটা পর্ণা সকলের ভালোর জন্যই করেছিল। কিন্তু বরাবরের মতো এবারও বিনা দোষেই কাঠগড়ায় তোলা হয়েছে তাকে। অন্যদিকে বাবুর মা অশান্তির চরম পর্যায়ে গিয়ে দত্তবাড়িতে উকিল ডেকে এনে ছেলে বউয়ের ডিভোর্স পর্যন্ত করাতে উঠেপড়ে লেগেছেন তিনি। এরই মধ্যে ধারাবাহিকের আজকের পর্বে আসতে চলেছে এক ধুন্ধুমার পর্ব। সেখানে এবার ম্যাজিক করেই ফুল মাসি সেজে থাকা বটব্যালের মুখোশ খুলে পুলিশের হাতে ধরিয়ে দেবে পর্ণা।

আরও পড়ুনঃ সন্ধ্যার রূপে মুগ্ধ আকাশ, তারাকে ভুলে স্ত্রীর প্রেমে ডুব দিচ্ছে আকাশনীল! দিলখুশ দর্শকদের

https://youtu.be/cHsQcA94rZk?si=dooPAiWDqoWE_q3G

এদিন দেখা যাবে তিন্নি রানীর মুখের দিকে তাকিয়ে সৃজন-পর্ণার ডিভোর্সের জন্য টাকা ধার দেবে ফাক মাসি।  সেই টাকাই কৃষ্ণা, অর্থাৎ বাবুর মা,পর্ণার হাতে তুলে দেবে।  কিন্তু তার আগেই জগু দাদার দেওয়া ইশারাতেই পর্ণা ধরে ফেলবে বটব্যালের আসল সত্যি। তাই পুলিশ ডেকে এনে বাড়ির সকলের সামনেই বটব্যালের পরচুল খুলে তার মুখোশ খুলবে পর্ণা। এই আগাম পর্ব টিভির পর্দায় দেখার জন্য দারুন উচ্ছাসিত হয়ে পড়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥