• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবার গুলি খেয়ে কোমায় মিতুল! ‘বেল্ট কাকি’র মৃত্যু দিয়েই শেষ হবে খেলনাবাড়ি? চিন্তায় দর্শকেরা

Updated on:

Khelnabari serial Mitul in Coma upcoming track reveal

Khelna Bari Mitul Shot and got into Coma : টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই এখন শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই এই টিআরপি তালিকায় এগিয়ে থাকতে মাঝেমধ্যেই নানা ধরনের আজগুবি সব গল্প দেখানো হয়ে থাকে বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতে। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রসারিত অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’ও (Khelna Bari) তার ব্যতিক্রম নয়।

ইতিপূর্বে এমনই নানান আজগুবি ঘটনা দেখিয়ে একাধিকবার শিরোনামে এসেছে এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা মিতুল-ইন্দ্র (Mitul Indra) সহ লাহিড়ী বাড়ির অন্যান্য সমস্ত সদস্যরাও। নিয়মিত দর্শকরা জানেন বেশ কিছুদিন আগেই  ধারাবাহিকে মৃত্যু হয়েছে এই সিরিয়ালের প্রধান খলনায়ক রনজয় লাহিড়ী। গাড়ির মধ্যেই বোমা বিস্ফোরণের মৃত্যু দেখানো হয়েছিল তার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,কোমা,Coma,নকল আদর,Fake Ador,বিট্টু,Bittu

নকল আদরের পর্দা ফাঁস ! 

আর  রনজয়ের মৃত্যুর পর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েক বছর। এখন দেখা যাচ্ছে রনজয়ের স্ত্রী অনামিকা তার ছেলে বিট্টুকে নকল আদর সাজিয়ে লাহেড়ী বাড়ি পাঠিয়েছে। যাতে শিবা অর্থাৎ আসল আদরকে সরিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে পারে তারা। অন্যদিকে মিতুল তার হারিয়ে যাওয়া ছেলে আদরের জন্য মাতৃস্নেহে অন্ধ।

আরও পড়ুনঃ সোনা নাকি রূপা, বাংলা সিরিয়ালের সেরা শিশু শিল্পীর পুরস্কার জিতল কে? নামটা চমকে দেবে

তাই নকল আদরকে দেখে কিছুক্ষণের জন্য গলে গিয়েছিল মিতুলের নরম-সরম মায়ের মন।কিন্তু এরই মধ্যে এক বড়সড় টুইস্ট  এসেছে এই ধারাবাহিকে। লাহিড়ীবাড়ীতে নকল আদর সেজে থাকা আদর আসলে জেল পালানো আসামি। তাই দর্শক তাকে রনো ২ বলেও ডাকছে। পুলিশ একটা পুরোনো কেসের জন্য হন্যে হয়ে খুঁজছে তাকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,কোমা,Coma,নকল আদর,Fake Ador,বিট্টু,Bittu

এসবের মধ্যেই দেখা যাচ্ছে এই রনো ২ আসতেই মিতুল আবার ফিরে এসেছে তার নিজের পুরনো রূপে। তাই পুলিশ ডিপার্টমেন্টও ওই অপরাধী বিট্টুকে খুঁজতে আবার মিতুলের সাহায্য নিয়ে তাকে দিয়ে অপরাধীর ছবি আঁকিয়েছে। অন্যদিকে আলোকা সত্যিটা খুঁজে বার করে ফেলবে সেই ভয়ে আগে থেকেই সে অলকার দিকে গুলি করেছিল বিট্টু।

আরও পড়ুনঃ নায়িকার পাশাপাশি আদর্শ মা! ভিডিও কলে ছেলের বায়না থামাতে কি করেছিলেন কোয়েল?

কোমায় চলে গেল মিতুল !

কিন্তু ঠিক সময়ে অলকার সামনে এসে দাঁড়িয়ে পড়ে মিতুল। আর সেই গুলি মিতুলের বুকে এসে বিঁধতেই মাটিতে লুটিয়ে পড়ে মিতুল। কিন্তু হাসপাতালে ভর্তি করার পর কলিসহ সমস্ত চিকিৎসকরা অপারেশনের পর জানায় মিতুল কোমায় চলে গিয়েছে। এখন দেখার আগামি পর্বে মিতুল আবার কোমা থেকে ফিরে আসে নাকি মিতুলের মৃত্যু দেখিয়েই শেষ হয়ে যায় খেলনাবাড়ি!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥