মা আসছে হাতে গোনা আর মাত্র কটা দিনের অপেক্ষা। এই মুহূর্তে দূর্গাপুজোর (Durga Pujo) প্রস্তুতি চলছে জোর কদমে .পাড়ায় পাড়ায় প্যান্ডেল থেকে শুরু করে পুজোর কেনাকাটায় প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর কটা দিন সাধারণ মানুষ তো বটেই আনন্দে মশগুল থাকেন বাংলা বিনোদন জগতের সেলিব্রেটিরাও। বিশেষ করে পুজো নিয়ে অভিনেত্রীদের মধ্যে প্ল্যানিং থাকে একটু বেশিই।
একদিকে শুটিংয়ের ব্যস্ততা অন্যদিকে পুজোর কেনাকাটা হরেক রকমের প্ল্যান নিয়ে একেবারে ঠাসা শিডিউল থাকে সেলিব্রেটিদের। তবে পুজোর কটা দিন শুটিং থেকে ছুটি মিললেও, বেশ কিছু দৃশ্য ব্যাংকিং করে রাখার জন্যই পুজোর আগে শুটিংয়ের চাপটা একটু বেশিই থাকে কলা কুশলীদের। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে প্রত্যেকটি শুটিং ফ্লোরে। তাই এসবের চাপে এবারের পুজোয় এবার অনলাইন শপিংই ভরসা ফুলকি সিরিয়ালের পারমিতা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty)।
পুজোর ছুটিতে প্রতিবারের মতো এবারও কলকাতাতেই থাকার প্ল্যান রয়েছে অভিনেত্রীর। তবে এ বছরের পুজোয় অভিনেত্রীর জীবনে এসেছেন একজন বিশেষ মানুষ। তিনি হলেন ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়ক অর্থাৎ কৌশাম্বীর অনস্ক্রিন ভাই সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। মিঠাই সিরিয়ালের সময় থেকেই তাঁদের প্রেমের জল্পনা তুঙ্গে।
আর ধারাবাহিক শেষ হওয়ার পর সেই সম্পর্কের আড়াল এখন বেশ খানিকটা আলাদা হয়েছে। এরইমধ্যে পুজোর আগে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই এদিন তাঁর কাছে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল এবারের পুজোয় আদৃতের তাঁর সাথে কি কি পরিকল্পনা রয়েছে? প্রশ্ন শুনেই প্রথমে লাজুক হাসি কৌশাম্বীর।
আরও পড়ুনঃ একেবারে বেহায়া, বিয়ের আগেই শারীরিক সম্পর্ক! ময়ূরীর চরিত্র দেখে ছি ছি করছেন দর্শক
এরপর জবাবে বেশ কায়দা করেই অভিনেত্রী এদিন বললেন ‘পুজোয় পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাব, বন্ধুবান্ধবদের সঙ্গেও পরিকল্পনা অবশ্যই আছে।’ তারপরেই সংযোজন, ‘সেই পরিকল্পনায় বিশেষ কেউ থাকলেও থাকতে পারে।’এভাবেই আদৃতের নামও নিলেন না আবার বিষয়টা পুরোপুরি কিন্তু অস্বীকার করলেন না অভিনেত্রী।
এছাড়া এদিন পুজো প্রেম সম্পর্কে অভিনেত্রীর স্পষ্ট জবাব ‘প্রেমের জন্য কি পুজোর অপেক্ষা করলে হয়? প্রেম তো সব সময়েই হতে পারে। পুজোয় আলাদা করে কখনও প্রেম হয়নি, তবে পুজোয় প্রেমিকদের সঙ্গে জমিয়ে ঘুরেছি। আমি মনে করি প্রেমের উদ়্যাপনটা পুজোর ক’দিন আরও রঙিন হয়ে যায়।’