• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাঁকা বাড়িতে পরপুরুষ ডেকে ফস্টিনষ্টি! ছেলে না বৌমা কার পক্ষ নেবে শাশুড়ি? ফাঁস তুলকালাম পর্ব

Published on:

Kar Kache Koi Moner Kotha serial Shimul's mother in law came to know about Shatadru

গত পর্বে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কি মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে দেখা গিয়েছে বোনের বিয়ের নিমন্ত্রণ করতে আসা শতদ্রুকে শিমুল (Shimul) মিষ্টি খাইয়ে দেওয়ায় তা নিয়ে একেবারে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিল পরাগ (Parag),পলাশ আর পলাশের হবু বউ প্রতীক্ষা। এই ঘটনাকেই তিলকে তাল করেই শিমুলের চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে তাই হবে অপমান করে পরাগ পলাশ দুজনেই।

শেষের আর সহ্য করতে না পেরে শিমুল শেষ পর্যন্ত লাঠি নিয়ে তেড়ে এসেছিল পলাশের দিকে। এবার আগামী পর্বে দেখা যাবে পরাগ আর পলাশের ওই জঘন্য ব্যবহারের পর শিমুল ঠিক করেছে সে ওদের জন্য আর রান্না করবে না। তাই সে শুধুমাত্র পুতুলদিদি আর নিজের জন্য রান্না করে খেতে বসে যাবে। তখন  শিমুল আর পুতুলকে খেতে দেখে তারা তাদেরও খাবার  দওয়ার নির্দেশ দেবে শিমুলকে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul Parag and Palash

কিন্তু তখন শিমুল তাদের মুখের উপরে সাফ জানিয়ে দেবে যে সে তাদের কর্মচারী নয়, তাই সে তাদের খাবার আর বানাবে না। সেইসাথে শিমুল এও জানিয়ে দেয় যারা তাকে গালমন্দ  করে তাদের জন্য সে খাবার বানাতে পারবে না। তখন শিমুলের কথা শুনে টাকার গরম দেখিয়ে পলাশ বলবে সে দোকান থেকে খাবার এনে খাবে। কিন্তু তাতে বাধা দিয়ে পরাগ বলবে  শিমুল ওর পয়সায় খাচ্ছে তাই রান্না ওকেই করতে হবে।

আরও পড়ুনঃ ছোট পোশাক থেকে চুমুতে আপত্তির জেরেই কাজ হারা! আক্ষেপের সুরে জানালেন বাসবদত্তা

কিন্তু তারপরও শিমুলের সাফ কথা সে খাবার বানাতে পারবে না।  তখন পরাগ শিমুলকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তখন শিমুল জবাবে বলে চাইলেই সে যেতে পারে কিন্তু সে সবাইকে উচিত শিক্ষা দিয়ে তারপর যাবে। পরদিন দেখা যাবে তীর্থ থেকে মা বাড়ি আসতে না আসতেই শতদ্রুর সাথে শিমুলের পরকীয়ার ব্যাপারে বাড়িয়ে-চড়িয়ে বলতে শুরু করবে পরাগ-পলাশ।

আরও পড়ুনঃ একেবারে বেহায়া, বিয়ের আগেই শারীরিক সম্পর্ক! ময়ূরীর চরিত্র দেখে ছি ছি করছেন দর্শক

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,শতদ্রু,Shatadru,পরকীয়া,Extramarital Affair,পরাগ,Parag,পুতুল,Putul,মধুবালা,Madhubala,আগামী পর্ব,Upcoming Episode

তখন সেখানে এসে উপস্থিত হবে শিমুলের পাড়ার প্রতিবেশী বান্ধবী এবং কাকিশাশুড়ি আর ননদরাও। তখন শিমুলের নাম মিথ্যে বদনাম শুনে প্রতিবাদ করবে বিপাশা। কিন্তু তখন পরাগ উল্টে তার চরিত্রের দিকেও আঙুল  তুলতে শুরু করবে।   যদিও বিপাশা পরাগকে  উচিত জবাব দিয়ে চুপ করিয়ে দেবে। অন্যদিকে শিমুলের শাশুড়ি সব কথা শোনার পর বলবে সত্যিই যদি শিমুলের চরিত্রের দোষ থাকে তাহলে তার ব্যবস্থা হবে।

তখন মুখ খুলবে পুতুল। ওই পরিস্থিতিতে শিমুলের পাশে দাঁড়িয়ে পুতুল বলবে শতদ্রু ওর বোনের বিয়ের নিমন্ত্রণ করেই চলে যাচেল। সে বাড়িতে বসতেও চাইনি। কিন্তু সেই সময় মায়ের অনুপস্থিতিতে বাড়ির বড় হিসেবে পুতুলই শিমুলকে মিষ্টি এনে শতদ্রুকে খাইয়ে দিতে বলেছিল। এখন দেখার আগামি পর্বে  শিমুলের শ্বাশুড়ি  ছেলে নাকি বউমা কার কথায় বিশ্বাস করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥