মেঘ অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকাতে পারেনি রূপের সাথে গিনির বিয়ে। অন্যদিকে নীল ময়ূরীর কথায় অন্ধের মত বিশ্বাস করে মেঘকেই অকারণে অবিশ্বাস করছে আর ভাবছে জিষ্ণুর সাথে তাঁর সম্পর্ক রয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul) নিয়ে। গত পর্বেই দেখা গিয়েছে গিনির বিয়ের মধ্যেই বাড়ি ভর্তি লোকজনের সামনে মেঘকে টেনে-হিঁচড়ে সকলের সামনে এনে অপমান করে শান্তি হয়নি নীলের।
তারপর আবার কলেজে গিয়েও মেঘের মুখোমুখি হয়ে যাচ্ছেতাই ভাবে অপমান করতে শুরু করে নীল। জিষ্ণুর সাথে গতকালের সন্ধ্যা কেমন কাটলো তা নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেও বাঁধেনি নীলের। তবে এদিন মেঘও নীলকে উচিত শিক্ষা দেয়। আর সেইসাথে ময়ূরীর সাথে বিয়ের জন্য নীলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আসে মেঘ। এছাড়া এদিন প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে মেঘ নীলকে সতর্ক করে দেয় আগামী দিনে তারা বুঝতে পারবে গিনির সাথে রূপের বিয়ে দিয়ে তারা কি ভুলটাই না করেছে।
এদিন মেঘের গলায় এত আত্মবিশ্বাস দেখে নীলও বেশ ঘাবড়ে যায়। তাই মেঘের কথাগুলো শোনার পর থেকেই নীলের শুধু মনে বেশ কতগুলো প্রশ্ন উঁকি দিতে শুরু করে। এমনকি নীলের এটাও মনে হয় তারা কি রূপের ব্যাপারে খোঁজখবর না নিয়েই মেঘের উপর রাগ থেকেই গিনির সাথে রূপের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিল? ময়ূরীর কথা সে পুরোপুরি বিশ্বাস করে কিনা তা নিয়েও নিজের মনকে প্রশ্ন করতে শুরু করে নীল।
আরও পড়ুনঃ শ্রাবণের থেকে বেশি সুন্দরী! রইল স্টার জলসার ওমকারের বাস্তবের স্ত্রীর ছবিসহ আসল পরিচয়
এইসব নানা ধরনের কথা ভাবতে ভাবতেই নীল গাড়িতে উঠত যাবে। ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় ময়ূরী। তবে ময়ূরীকে দেখে প্রথমে বেশ অবাক হয় নীল। তখন ময়ূরী নাটক শুরু করতে করে। এরই মধ্যে প্রকাশে এসেছে ইচ্ছে পুতুলের আগাম পর্ব পর্বের ঝলক।
আরও পড়ুনঃ ছোট পোশাক থেকে চুমুতে আপত্তির জেরেই কাজ হারা! আক্ষেপের সুরে জানালেন বাসবদত্তা
যা থেকে জানা যাচ্ছে আগামী পর্বে ময়ূরী নীলকে জরুরি কথা বলার নাম করে বলবে মেঘের সাথে ডিভোর্স হওয়ার পর তারা না হয় আইনি বিয়ে করবে। কিন্তু তার আগে ময়ূরী নীলকে বলে ‘আমাকে তোমার করে নাও!’ ময়ূরীর মুখে এমন প্রস্তাব শুনে চমকে ওঠে নীল। তবে বিয়ের আগেই ময়ূরীর মুখে শারীরিক সম্পৰ্কে লিপ্ত হওয়ার কথা শুনে রীতিমতো ছি ছি করছেন দর্শক।