• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে মিলছে না কাজ, সিনেমা ছেড়ে ওয়েব সিরিজে পা রাখছেন এই ৬ বলি তারকারা

Published on:

Kareena Kapoor to Sara Ali Khan 6 Bollywood Superstars Coming into OTT Platforms

Bollywood Actors OTT Debut : যুগের সাথে সাথে পাল্টেছে মানুষের পছন্দ থেকে বিনোদনের মাধ্যম। একসময় সিনেমা হলের বাইরে লম্বা ভিড় থাকলেও আজকাল ফোন কিংবা ট্যাবেই হাজির হচ্ছে সিনেমা হল। OTT প্ল্যাটফর্মে এমন একাধিক ওয়েব সিরিজ (Web Series) রয়েছে যা বক্স অফিসে সারা ফেলে দিয়েছে। তাই বলিউড থেকে বহু তারকারা এবার ওয়েব দুনিয়ায় পা রাখছেন। আজ আপনাদের জন্য রইল এমনই ৬ তারকাদের তালিকা।

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) : ইতিমধ্যেই রোহিত শেট্টি পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এর মধ্যে দিয়ে ডেবিউ করছেন সিদ্ধার্থ মালহোত্রা। যেমনটা জানা যাচ্ছে অ্যামাজন প্রাইমে আসন্ন দীপাবলির মধ্যেই সিরিজটি রিলিজ করতে চলেছে। যেখানে সিদ্ধার্থ ছাড়াও শিল্প শেট্টি থেকে বিবেক ওবেরয় এর মত তারকাদের দেখা যাবে।

Kareena Kapoor Khan upcoming movie

কারিনা কাপুর (Kareena Kapoor) : বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় শুরুতেই থাকেন কারিনা কাপুর। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এবার কারিনাও ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন। ‘জানে জান’ ছবির মধ্যে দিয়ে OTT তে আত্মপ্রকাশ করতে চলেছেন নায়িকা। আগামী ২১শে সেপ্টেম্বর Netflix এ মুক্তি পেতে চলেছে সিরিজটি।

আরও পড়ুনঃ শাহরুখ খান ক্রেজ, ভেন্টিলেটর সাথে নিয়েই সিনেমা হলে ভক্ত, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

অনন্যা পান্ডে (Ananya Pandey) : বলিউডের সুন্দরী অভিনেত্রী অনন্যা পান্ডেকে সকলেই চেনেন। জানা যাচ্ছে শীঘ্রই ‘Call Me Bae’ ওয়েব সিরিজের মাধ্যমে OTT তে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। যদিও রিলিজের দিনক্ষণ প্রকাশ্যে আসেনি তবে এটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

আরও পড়ুনঃ মা কালীর চরিত্রে অসাধারণ অভিনয়, বারেবারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই ৪ অভিনেত্রী

অনন্যা পান্ডে Ananya Panday

বরুণ ধাওয়ান (Varun Dhawan) : ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ খ্যাত বরুণ ধাওয়ানও শীঘ্রই OTT দুনিয়ায় পা রাখতে চলেছেন। দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে অ্যামাজন প্রাইমের একটি সিরিজেই প্রথম দেখা যাবে অভিনেতাকে।

সারা আলী খান (Sara Ali Khan) : সাইফ আলী কন্যা সারা আলী খান ইতিমধ্যেই বলিউডে বেশ নাম করেছেন। তবে এবার সময়ের সাথে তাল মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও পা রাখছেন অভিনেত্রী। করণ জোহর প্রযোজিত একটি স্বাধীনতা সংগ্রামের কাহিনীতে দেখা যাবে সারাকে।

Sara Ali Khan, Sara Ali Khan detox water, Sara Ali Khan beauty secret

বাণী কাপুর (Vaani Kapoor) : যশ রাজ ফিল্মসের ব্যানারে  মন্ডলা মার্ডারস নামক ওয়েব সিরিজের মধ্যে দিয়ে OTT দুনিয়ায় পা রাখতে চলেছেন বাণী কাপুর। ক্রাইম থ্রিলারের এই সিরিজটির জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥