• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আদরে বাঁদর ছেলে! ‘ইচ্ছে পুতুল’এ রুপের অধঃপতন দেখে মা’কেই দুষছেন দর্শকেরা

Published on:

Icche Putul Serial Viewers think rup is spoiled because of her mother

অল্পদিনেই ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul) সিরিয়ালের রূপ চরিত্রটি দর্শকমহলে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ধারাবাহিকে এই লম্পট রূপের (Rup) চরিত্রটিকে নিখুঁত অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা। সদ্য এই চরিত্রহীন রূপের সাথে বিয়ে হয়েছে গাঙ্গুলী বাড়ির মেয়ে গিনির। গত পর্বেই দেখা গিয়েছে নতুন বৌকে বাড়ি রেখে অন্য মেয়ের সাথে এক বিছানায় রাত কাটিয়েছে রূপ।

আর এই সবটাই সে করছে তার মা শালিনীর (Shalini) প্রশ্রয়ে। শুধু তাই নয় তিনি এমনই একজন মা যে নিজের ছেলের দোষ ঢাকতে সমানে তার কুকীর্তি আড়াল করছেন। বিশেষ করে গত পর্বে রূপের সাথে তার মায়ের রুচিহীন কথোপকথন দেখে ছি ছি করছেন দর্শক। বাড়িতে নতুন বউ গিনিকে রেখে ছেলে অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছে জেনেও তিনি শাসন তো দূরের কথা উল্টে প্রশয় দিচ্ছেন রূপকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,গিনি,Gini,রূপ,Rup,শালিনী,Shalini,কথোপকথন,Conversation,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সোশ্যাল মিডিয়ায় এদিন রূপের সাথে রূপের মায়ের কথোপকথনের সেই দৃশ্য আর সংলাপ ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল সেই পোস্টে রূপ এবং রূপের মায়ের যে কথোপকথন তুলে ধরা হয়েছে তা হলো ‘শালিনী- কোথায় আছো?
রূপ-রিনির সঙ্গে বিছানাতে। শালিনী- কি বলছো রূপ, আজ তোমার ফুলশয্যা, তুমি লিমিট ক্রস করছো, ঠিক করে ব্যবহার করো। রূপ- তো? ওই গিনির সাথে? রিনা এতো তাই আগুন যে রূপ ডবল রেট দিয়ে ওর সাথে রাত কাটাই। গিনির মধ্যে ঐসব আকর্ষণ পাই না।’

আরও পড়ুনঃ কূটনী শাশুড়ি থেকে প্রিয় সখী! শিমুলের প্রতি মধুবালার ব্যবহার পাল্টাতেই ধন্য ধন্য করছে দর্শকেরা

মা ছেলের এমন সংলাপ দেখে দর্শকের একটা অংশ যেমন ক্ষোভ উগরে দিয়েছেন তেমনি আবার কেউ কেউ বলেছেন ‘যারা বলছেন মা ছেলের সংলাপ এমন হয় না,তারা  বিগড়ে যাওয়া ছেলেদের কথা শুনেছেন কখনো? তারা মা-বাবার সাথে কি ব্যবহার করে আর কিভাবে কথা বলে?’

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! কূটকচালি নয় আসছে ভুতুড়ে প্রেমকাহিনী, ভাইরাল ‘তুমি আশেপাশে থাকলে’র ট্রেলার

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,গিনি,Gini,রূপ,Rup,শালিনী,Shalini,কথোপকথন,Conversation,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তো কারও মন্তব্য ‘এইসব সিরিয়ালে পসিবল। বাস্তবে এমন মা আছে কিনা জানিনা। হয়তো আছে নয়তো ছেলেরা এত প্রশ্রয় পায় কোথা থেকে?’ তবে সিরিয়ালে গিনিও এখন ভালোই টের পাচ্ছে রূপ কেমন ছেলে। তাই বাড়ির সবার কথা, মেঘ আর ঠাম্মির কথা না শোনার জন্য এখন কেঁদে কুল কিনারা পাচ্ছে না সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥