• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার দিন শেষ! কূটকচালি নয় আসছে ভুতুড়ে প্রেমকাহিনী, ভাইরাল ‘তুমি আশেপাশে থাকলে’র ট্রেলার

Published on:

Star Jalsha New Serial Tumi Ashe Pashe Thakle Motion Poster release

টেলিভিশনের পর্দায় এখন নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এইসব নতুন সিরিয়ালের ধাক্কায় রাতারাতি যেমন বিরাট বদল আসছে চলতি সিরিয়াল গুলির টাইম স্লটে তেমনি টিআরপির অভাবে আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিরিয়াল। ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে পরপর তিনটি নতুন সিরিয়াল। এই তালিকায় রয়েছে ‘লাভ বিয়ে আজকাল’, ‘তোমাদের রানী’ এবং ‘জল থই থই ভালোবাসা’র মতো ভিন্ন স্বাদের নতুন সিরিয়ালগুলি।

এবার তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নতুন বাংলা সিরিয়াল। শুক্রবারেই প্রকাশ্যে আনা হয়েছে এই নতুন সিরিয়ালের মোশন পোস্টার (Motion Poster)। যা দেখে এই সিরিয়াল সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে এই সিরিয়ালটি এমন একটি সিরিয়াল হতে চলেছে যা আগে কখনো দেখা যায়নি। সিরিয়ালের নাম ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। কবে থেকে এবং কোন সময় এই সিরিয়াল সম্প্রচারিত হবে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

Rohan Angana new serial Tumi Ashe Pashe Thakle Motion Poster release

তবে মোশন পোস্টারে দেখা গেল ধারাবাহিকের নায়কের চরিত্রে রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং নায়িকা চরিত্রে রয়েছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজ জগতের জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। প্রসঙ্গত ইতিপূর্বে রোহান-অঙ্গনা দুজনেই পুজোর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। টেলিপাড়া সূত্রে খবর এই নতুন সিরিয়ালটি মূলত অলৌকিক ঘটনা নির্ভর একটি সিরিয়াল হতে চলেছে।

আরও পড়ুনঃ কূটনী শাশুড়ি থেকে প্রিয় সখী! শিমুলের প্রতি মধুবালার ব্যবহার পাল্টাতেই ধন্য ধন্য করছে দর্শকেরা

জানা যাচ্ছে এই ধারাবাহিকের নায়িকা ভূত। নায়কের সঙ্গে বিয়ের কিছুদিন পর নায়িকা মারা যাওয়ায় নায়ক দ্বিতীয় বিয়ে করবে। তখন নায়কের জীবনে আবার ভূত হয়ে ফিরে আসবে নায়িকা। ধারাবাহিকে রোহান একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম স্ত্রী ভুত হয়ে যাওয়ার পর তার সাহায্যেই বিভিন্ন জটিল কেস সমাধান করবে নায়ক।

আরও পড়ুনঃ বাবা-মাকেও ছাড়ে না, ভিডিও ভাইরাল হতেই ফাঁস হল স্মার্ট নন্দিনী দিদির আসল চেহারা!

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তুমি আশে পাশে থাকলে,Tumi Ashe Pashe Thakle,রোহন ভট্টাচার্য,Rohan Bhattacharya,অঙ্গনে রায়,Angana Roy,নতুন সিরিয়াল,New Serial,মোশন পোস্টের,Motion Poster

কাজেই বোঝা যাচ্ছে এখনকার রোজকার সাংসারিক কূটকচালি আর পরকীয়া নির্ভর  বাংলা সিরিয়ালের ভিড়ে এই সিরিয়ালটি একেবারে অন্য মাত্রা যোগ করতে চলেছে।  প্রকাশ্যে আসা সিরিয়ালের মোশন পোস্টার দেখেই কমেন্ট সেশনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

অভিনেতা রোহান ভট্টাচার্য নিজে তাঁর সিরিয়ালের পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘নতুন শো তুমি আশেপাশে থাকলের মোশন পোস্টার।  সকলের ভালোবাসা আর শুভকামনা চাই।’ রোহনের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহ অভিনেতারাও। তালিকায় রয়েছেন নীল ভট্টাচার্য, রেজওয়ান রাব্বানী শেখ কিংবা উষসী রায়ের মতো অভিনেতা অভিনেত্রীরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥