• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলের সাজে অনবদ্য রাধিকা! ‘অনাধিকা’ জুটির ফুলসজ্জ্যার রোম্যান্স দেখে আনন্দে আত্মহারা দর্শক

Published on:

Ekka Dokka Radhika Anirban Romance on flower bed scene

Ekka Dokka Radhika Anirban Flowerbed Scene: স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল এক্কাদোক্কা (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর লেখা এই ধারাবাহিকের অন্যতম মূল আকর্ষণ এখন ‘অনাধিকা’ অর্থাৎ রাধিকা-অনির্বাণ (Radhika-Anirban) জুটির মিষ্টি প্রেমের কাহিনী। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার এক হতে চলেছে রাধিকা অনির্বাণ।

প্রসঙ্গত সিরিয়ালে কিছুদিন আগেই এন্ট্রি নিয়েছে নতুন নায়িকা কমলিকা। রাধিকার মুখ থেকে মনের কথা জানার প্রথমে এই কমলিকাকেই নিজের বাগদত্তা সাজিয়ে এনেছিল অনির্বাণ। কিন্তু সে  অনির্বাণকে মুখে দাদা বললেও তাকে বিয়ের স্বপ্ন দেখে। তাই অনাধিকার বিয়েটা শেষ পর্যন্ত হলেও বিয়ের পর এই খলনায়িকা কমলিকার চক্রান্তে অকারণে অনির্বাণকে ভুল বুঝতে শুরু করেছিল রাধিকা। যার জন্য তাদের সম্পর্কটা একেবারে ভেঙেও যেতে বসেছিল।

Ekka Dokka serial Radhika Anirban Gaye Halud sweet moment goes viral

কমলিকার কথায় বিশ্বাস করে রাধিকা ভাবতে শুরু করেছিল কমলিকা বোধ হয় সত্যিই অনির্বাণের সন্তানের মা হলে চলেছে। এ কথা জানতে পেরে রাধিকা প্রথমে কমলিকা কে বিশ্বাস করে অনির্বাণের সাথে সম্পর্ক ভেঙেও দিতে বসেছিল।

কিন্তু শেষ পর্যন্ত পরিবারের লোকজন রাধিকাকে ভালো করে বোঝানোয় রাধিকা বুঝতে পারে যে কমলিকা মুখে দাদা বললেও আসলে মনে মনে অনির্বাণকে বিয়ে করতে চায়। তাই রাধিকা আর অনির্বাণের সম্পর্কটাকে বিষিয়ে তুলতে ইচ্ছা করেই অনির্বাণের নামে এমন জঘন্য একটা অভিযোগ এনেছে সে।

আরও পড়ুনঃ ঝড় উঠবে TRP তালিকায়! ১৩ বছর র নতুন সিরিয়ালের ফিরছেন ওম সাহানি, প্রকাশ্যে ট্রেলার

Ekka Dokka Radhika Anirban Flowerbed

তাই ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে নিজের ভুলটা বুঝতে পেরেছে রাধিকা। তাই পুলিশের সামনেই রাধিকা অনির্বাণকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছে। এসবের মধ্যেই এবার ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে রাধিকা অনির্বাণের ফুলশয্যার পর্ব।

 

আরও পড়ুনঃ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়, তবে বাংলা অন্ত প্রাণ! ঊষা উত্থুপ কেন ‘ক’ লেখা টিপ পড়েন জানেন?

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাধিকা অনির্বাণের ফুলশয্যার আগাম ঝলক। বহু দিন পর প্রিয় জুটিকে কাছাকাছি আসতে দেখে বেজায় খুশী দর্শকরাও।বিশেষ করে এই ফুলশয্যা পর্বে ফুলের সাজে রাধিকার অনবদ্য সাজ দেখে চোখ জুড়িয়ে গিয়েছে দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥