• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুদের অপমান করতেই গর্জে উঠল শিমুল! টিভির আগেই ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র দিলখুশ পর্ব

Updated on:

kar kache koi moner kotha serial Shimul Protest against her mother in law for friendship

Kar Kache Koi Moner Kotha Shimul protests: এখনকার দিনের বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই সমাজের বাস্তব জীবনের আয়না। এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়িকা শিমুলের জীবনের মধ্য দিয়ে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেক পরিবারের পারিবারিক অশান্তির ছবি।

বিয়ের পর একটা মেয়েকে কিভাবে প্রতিনিয়ত শ্বাশুড়ির কাছে খোঁটা শুনতে হয় আর মায়ের বাধ্য ছেলের মতো স্বামীরা  অন্যায় দেখেও মুখ বুজে থাকে। এই সিরিয়ালটির বয়স বেশিদিন না হলেও ইতিমধ্যেই বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই সিরিয়ালটি। বিশেষ করে শিমুলের ফুলশয্যার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায়  হট টপিক।

Kar Kache Koi Moner Kotha serial again porag insults Shimul

শ্বশুরবাড়ি আসার পর থেকেই প্রতি পদে পদে শিমুলকে অতিষ্ঠ করে চলে তার শ্বাশুড়ি দেওর এবং তার হবু জা। আর সবচেয়ে দুঃখের বিষয় শিমুলের সাথে যখন এই ধরনের অন্যায় হয় তখন সে একবারের জন্য পাশে পায় না তার স্বামী পরাগকে। উল্টে সে নিজেই শিমুলের দোষ ছাড়া আর কিছুই দেখতে পায় না। শুধু তাই নয় মায়ের বাধ্য ছেলে পরাগ অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি গিয়ে শালিদের সিনেমা দেখার জন্য টাকা দিতে অস্বীকার করে।

আর এতকিছুর পরেও নির্লজ্জের মত রাতে বউকে টেনে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করতে চায়। কিন্তু শিমুল মুখ বুজে সব সহ্য করে নেওয়ার মেয়ে নয়। তাই ইতিমধ্যেই একাধিকবার শিমুলকে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। কিন্তু শিমুলের সেই প্রতিবাদের মুখে পড়েও মা ভেড়ুয়া পরাগ তাকে বাপের বাড়ি রেখে আসার হুমকি দিয়েছে। তখন শিমুল তাকে আইনের ভয় দেখাতে খানিকটা হলেও নরম হয় পরাগ।

আরও পড়ুনঃ ফুলশয্যা-জবদরস্তির পর এবার হারমোনিয়াম! শিমুলের সাথে হওয়া নোংরামি দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

কিন্তু  শুরুতেই এভাবে একের পর এক নেগেটিভ ঘটনা দেখে দর্শকদের অনেকে বেশ বিরক্ত হয়ে পড়েছিল সিরিয়ালের।   কারণ সিরিয়ালটির প্রমোতে দেখানো হয়েছিল বিয়ের পরে শ্বশুরবাড়ির প্রতিবেশী মেয়ে বউরাই একে অপরের বন্ধু হয়ে ওঠে। এবার ধীরে ধীরে সেই ট্রাকেই ঢুকছে এই সিরিয়ালের গল্প। তাই যখন শিমুলকে তার পাড়ার বউরা তাদের বাড়িতে জলখাবার খাওয়ার নেমন্তন্ন করতে আসে তখন শিমুলের শ্বাশুড়ি তাদের নতুন বউয়ের অজুহাত দিয়ে মুখের ওপরে বারণ করে দেয়।

আরও পড়ুনঃ ভালোবাসার টান যাবে কোথায়! মিশকার মুখে ঝামা ঘষে দীপা-রুপাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সূর্য

কিন্তু বন্ধুদের অপমান দেখে মুখ বুজে থাকেনি শিমুল। তাই সে শ্বাশুড়ির সামনে সবাইকে জানিয়ে দেয় সে তাদের বাড়ি যেতে না পারলেও তারা তো তার বাড়িতে আসতেই পারে। এইভাবেই একটু একটু করে বন্ধুত্বের ভিত তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে কার কাছে কই মনের কথা সিরিয়ালের মেয়ে বৌদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥