• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার টান যাবে কোথায়! মিশকার মুখে ঝামা ঘষে দীপা-রুপাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সূর্য

Published on:

Anurager Chhowa new update Surjo did a fixed deposit for Rupa

Anurager Chhowa Surja make big decision for Deepa: স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) এখন মূল আকর্ষণ সূর্য-দীপার (Surjo-Deepa) যমজ মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। তাই ঘড়ির কাঁটায় সাড়ে ন’টা বাজতেই পাতা মেয়ে আর হিংসুকুটির খুনসুটি আবার মিষ্টি কথা শুনতে সকলেই বসে পড়েন টিভির সামনে। প্রতিদিন টিভির পর্দায় এই সিরিয়ালটি না দেখলে গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। টি আর পি তালিকাতেও যার ছাপ পড়ছে প্রতিনিয়ত। সিরিয়ালে এখন রুপার মতো সোনাও জানে তারা দুজনেই জমজ বোন এবং সূর্য-দীপাই (Surjo-Deepa) তাদের মা বাবা। সোনার সামনে সত্যি ফাঁস হওয়ার পরেই অল্প সময়ের জন্য হলেও আরও একবার একে অপরের কাছাকাছি এসেছিল সূর্য-দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আগামী পর্ব,Upcoming Episode,মিশকা,Mishka,এফ ডি,FD

কিন্তু মিশকার মগজ ধোলাইয়ে সূর্য দীপাকে জানিয়েছে সোনা যদি সত্যিই তার মেয়ে হয় তাহলে সে তাকে নিজের মেয়ে বলতে পারবে না। তাই সূর্য-দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। দীপাও ডাক্তারবাবুকে দেওয়া কথা রাখতে কাওকে কিছু না জানিয়েই রুপাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যায়।

অন্যদিকে রুপা আর মা’কে দেখতে না পেয়ে আবার কান্নাকাটি শুরু করে দেয় সোনা। দীপার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ জেনেও চুপ করে থাকে সূর্য। তবে এই পরিস্থিতিতে বাড়ির সবাই যখন সোনার ভবিষ্যতের কথা চিন্তা  করে অস্থির হয়ে পড়েছে তখন সূর্যও নিজের মনে রুপা আর দীপার কথা ভাবতে থাকে।

আরও পড়ুনঃ দেখবে আর জ্বলবে! মেঘের হাতে পুরস্কার তুলে দিচ্ছে নতুন নায়ক, দাঁড়িয়ে দেখছে নীল

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আগামী পর্ব,Upcoming Episode,মিশকা,Mishka,এফ ডি,FD

আসলে মুখে অস্বীকার করলেও সূর্য মন থেকে এখনও দীপাকে বড্ড ভালোবাসে। তাই এতকিছুর পরেও দীপা না চাইলেও রুপার ভবিষ্যতের কথা ভেবেই সে নিজে থেকে রুপার নাম একটা মোটা টাকার এফডি করে রাখবে। তাই বেস্ট ফ্রেন্ড মিশকা যতই শয়তানি করুক নিজের মেয়ের প্রতি রক্তের টান চাইলেও অস্বীকার করতে পারছে না সূর্য।

আরও পড়ুনঃ বিয়ে মিটতেই সতীন হাজির! ফুলকি-রোহিতের সংসারে আগুন লাগাতে এন্ট্রি নিচ্ছে নতুন নায়িকা

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,আগামী পর্ব,Upcoming Episode,মিশকা,Mishka,এফ ডি,FD

অন্যদিকে সূর্য নিজের মনেই ভাবতে শুরু করেছে কেন তার সোনা মায়ের দীপার প্রতি এত টান? কেন তাকে দেখতে না পেলে সোনা যেমন ছটফট করে দীপাকে দেখতে না পেলেও সোনা ঠিক ততটাই কষ্ট পায়। এখন দেখার এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সূর্য কবে আসল সত্যিটা জানতে পারে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥