• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একি ধ্যাষ্টামো! রুচি ভেবে বাবাকে লাভ ইউ বলতেই রামধোলাই, টিভির আগেই ফাঁস দমফাটা হাসির পর্ব

Updated on:

Chayan imagine Dhyastamo Jethu as Ruchira and said I Love you in Neem Phooler Madhu

দত্তবাড়ির জিনিয়াস বৌমা পর্ণার জীবনটাই যেন চ্যালেঞ্জে ভরা। তাই তো একটা সমস্যা মিটতেই তার সামনে এসে হাজির হচ্ছে আরও নতুন চ্যালেঞ্জ। গত পর্বেই ধারাবাহিকে দেখা গিয়েছে  ছিনতাই বাজদের লিডার মেঘনাথকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে রোজ খবরের সাংবাদিক আলোকপর্ণা দত্ত। আর এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ রুচিরা আর চয়নের (Ruchira-Chayan) সম্পর্ক নিয়ে সৃজনেরসাথে তৈরী হওয়া মনোমালিন্য।

নিম ফুলের মধুতে (Neem Phooler Madhu) মুখে কিছু না বললেও চয়ন যে ইতিমধ্যেই রুচিরাকেপছন্দ করতে শুরু করেছে তা তার হাবভাব দেখে ভালোই বুঝতে পেরেছে সৃজন। তাই আগেভাগেই সে পর্ণাকে সাবধান করে দিয়েছে এই ব্যাপারে যেন চয়ন আর রুচিরকে কোনোভাবেই ইন্ধন না জোগায়। তাই পর্ণাকে সৃজন বলে দিয়েছে রুচি যেন তাদের বাড়িতে আর না আসে।

Neem Phooler Madhu new twist ruchira Kidnapped infront of Parna

কিন্তু পর্ণাও সাফ জানিয়ে দিয়েছে সে এই কাজ কোনভাবেই করতে পারবে না। তবে আজকের পর্বে দেখা যাবে পর্ণা চয়নের কাছে সরাসরি জানতে চাইবে বাড়িতে তাদের এই সম্পর্ক মেনে না নিলেও সে কি রুচিরার জন্য বাড়ির সবার বিরুদ্ধে যেতে পারবে? তখন উত্তরে চয়ন হ্যাঁ বললে পর্ণা তার পাশে থাকার আশ্বাস দেয়। অন্যদিকে সৃজন-পর্ণার মধ্যে মন কষাকষির  সুযোগ নিয়ে কৃষ্ণা পর্ণাকে বাড়ি থেকে তাড়াতে উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুনঃ অজান্তেই কেড়েছিল বোনের ভালোবাসা, এতদিনে সামনে এল সত্যি, টিভির আগেই ফাঁস মহাধামাকা পর্ব

Chayan imagine Dhyastamo Jethu as Ruchira and said I Love you in Neem Phooler Madhu

আরও পড়ুনঃ বিয়ের পরে খসে পড়েছে রুপের মুখোশ, শেষে ঠাম্মির কাছে গিনি, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

এই কাজে তাঁর মোক্ষম অস্ত্র পর্ণার চরম শত্রু ঈশা। এই ঈশাই এদিন দরজার বাইরে আড়ি পেতে পর্ণা আর চয়নের সমস্ত কথা শুনে নেবে। চয়ন রুচিরাকে প্রপোজ করবে জানতে পেরে সেই সুযোগটাকে কাজে লাগিয়েই ঈশা এবার পর্ণাকে চিরকালের জন্য বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করেছে। অন্যদিকে এছাড়া  আগামী পর্বে দেখা যাবে রুচিকে প্রপোজ করার জন্য ঘরের মধ্যেই নিজের মনে মনে প্র্যাকটিস করছিল চয়ন।

https://youtu.be/GDzlwJmFB_w?si=uanlqDUEEobAh4Cc

কিন্তু তখন তার সামনে কখন তার বাবা এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারেনি চয়ন।  তখনই বাবাকেই রুচিরা ভেবে আই লাভ ইউ বলে বসবে চয়ন। যা দেখে ‘ধ্যাস্টামো’ প্রচণ্ড রেগে গিয়ে চয়নকে ধরে পেটাতেশুরু করবে। তখন পর্ণা ছুটে এসে চয়নকে বাঁচাবে। কিন্তু এখন প্রশ্ন হল এদিন জেঠু চয়নের মুখে শুধু আই লাভ ইউ শুনে যদি এতটা রেগে যায়, তাহলে চয়ন যখন রুচিরাকে  বিয়ে করতে চাইবে তখন না জানি তিনি কি কাণ্ডটাই না করবেন দত্তবাড়িতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥