• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরার সেরা অভিনয়! DNA টেস্টেই কেল্লাফতে, সূর্য-দীপাকে দেখে চোখে জল দর্শকদের

Published on:

Anurager Chhowa Surja sees DNA Report Sona Rupa is her own daughter

অবশেষে দীর্ঘদিনের রাগ অভিমান,অপমান-ঘেন্না সব কিছুর অবসান ঘটতে চলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। গত পর্বেই দেখা গিয়েছে সূর্য (Surjo) জেনে গিয়েছে কবির কোনোদিন  বাবা হতে পারবে না। তাই সোনা রুপা (Soan-Rupa) আসলে কার সন্তান তা নিয়ে তোলপাড় চলছে সূর্যের মনে। এবার আগামী পর্বে দেখা যাবে অবশেষে সূর্য জেনে যাবে সোনা রুপা আসলে তারই সন্তান। এতদিন সে অকারণে দীপাকে (Deepa) ভুল বুঝেছে আর কষ্ট দিয়েছে। তাই এবার তার ভুল শুধরে নেওয়ার পালা।

আজকের এই বিশেষ পর্বের জন্য আর ধৈর্য ধরতে পারছেন না দর্শকরাও। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজকের পর্বের আগাম ঝলক। যা থেকে জানা যাচ্ছে সূর্য জয়ের সাথে আলোচনা করে গোপনে ডিএনএ টেস্ট করাবে। যা,ঘুণাক্ষরেও  টের পাবে না মিশকা। অন্যদিকে প্রতিবারের মতো এবারও সূর্যের ফার্টিলিটি টেস্ট করিয়ে ভুয়ো রিপোর্ট  এনেছে মিশকা। সেখানে রিপোর্ট আবার নেগেটিভ আসলেও সূর্য ডিএনএ টেস্টের রিপোর্ট জানতে বেরিয়ে যায়।

Finally Surjo got the real DNA test report with Sona-Rupa audience got emotional

এরপর ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারবে না সূর্য। পায়ের তোলা থেকে জমি সরে যাওয়ার মতো অবস্থা হবে তার। কারণ এতদিন ধরে সে যে মিথ্যে অন্ধকারের মধ্যে ছিল। যার জন্য সে অকারণে দীপা কে এত অপমান করেছে তার জন্য লজ্জায় অনুশোচনায় একেবারে মাটিতে মিশে যাচ্ছে সূর্য। অন্যদিকে দেখা যাবে মৃত্যুর মুখে ঢলে পড়েছে দীপা।

আরও পড়ুনঃ অভিনয়ের দক্ষতা সত্ত্বেও শুধু কৌতুক অভিনেতা? সিনেমা-সিরিয়ালে কাজের অভিজ্ঞতা নিয়ে অকপট শুভাশীস

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,ডিএনএ,DNA,সত্যি ফাঁস,Truth Reveal,অভিনয়,Acting,প্রশংসা,Praise,স্বস্তিকা ঘোষ,Swastika Ghosh,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta

আরও পড়ুনঃ DNA রিপোর্ট আসতেই সেরা দীপা! জগদ্ধাত্রীকে সোজা চ্যালেঞ্জ ফুলকি-শ্রাবণের, প্রকাশ্যে ওলটপালট TRP তালিকা

তবে ওই অবস্থাতেও সে প্রাণপণে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সূর্যকে ডেকেই চলেছে সে। অন্যদিকে রিপোর্ট জানার পর দীপার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছুটে আসছে সূর্য। এই পর্বে  সূর্য চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং দীপা চরিত্রে স্বস্তিকা দত্তের (Dibyojyoti Dutta & Swastika Ghosh) নিখুঁত অভিনয় দেখে চোখের জল ধরে রাখতে পারিনি দর্শকরা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

তাই সেকথা জানিয়েই এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘আজ অবশেষে এলো সেই দিন, যেদিন সূর্য জানতে পারলো সে-ই সোনা-রূপার আসল বাবা।  সত্যি এতদিন ধরে সূর্যের উপর ভীষণ রাগ হয়েছে আর এটাও সত্যি যে এতো সহজে সে ক্ষমা পাবার যোগ্য নয়। কিন্তু আজ সত্যি তার অনুতাপ দেখে ভীষণ কষ্ট হয়েছে। আজকে এক কথায় অসাধারণ পর্ব হলো! কি অনবদ্য অভিনয় দুজনানের এতো কম বয়সে! গোটা ২১ মিনিট ধরে গায়ে কাঁটা দিলো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥