• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওই একমাত্র মানুষ, বাকিরা অসুস্থ! শিমুলের ‘হাবলি’ ননদ পুতুলের প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Updated on:

Kar Kache Koi Moner Kotha serial audience praise Shimul's sister in law Putul's acting

Netizens Praise ‘Kar Kache Koi Moner Kotha’ Putul: শুরু থেকেই বাংলা সিরিয়ালে (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। আজকের দিনে অর্থাৎ ২০২৩ সালে দাঁড়িয়েও বিয়ের পর সদ্য বিবাহিত নববধূদের শ্বশুরবাড়িতে এসে যে ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় সেই দৃশ্যই অত্যন্ত নিঁখুনত ভাবে তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে।

একজন শ্বাশুড়ি তাঁর নিজের ছেলের বউয়ের সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করতে পারেন এই সিরিয়ালের শিমুলের শ্বাশুড়ি তার প্রকৃষ্ট উদাহরণ। সিরিয়ালের শুরুতেই দেখা গিয়েছে ফুলশয্যার রাতে পরাগের পাশে তার বউ শিমুল নয় শুয়েছিল তার মা। আর নতুন বউ শিমুলকে নিজের জায়গা ছেড়ে দিয়ে রাত কাটাতে হয়েছিল ঘরের এক কোণায় সোফায় বসে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag 2

এখানেই শেষ নয় সিরিয়ালের গল্প যত এগোচ্ছে ততই যেন বেড়ে চলেছে শিমুলের ওপর অত্যাচারের মাত্রা। পেশায় শিক্ষক শিমুলের বর পরাগ শিমুলকে সম্মান না করলেও রাতের বেলায় জোর করে শারীরিক সম্পর্ক তৈরী করতে চায় , সেই দৃশ্যও ইতিমধ্যেই দেখা গিয়েছে এই ধারাবাহিকে। মায়ের তালে তাল দিয়ে বৌদির সাথে অসভ্যের মতো ব্যবহার করে বাড়ির ছোট ছেলে পলাশ।

 আরও পড়ুনঃ বিন্দু মাসির পর এবার হাজির ‘বিন্দা মেসো’! নিত্য নতুন টুইস্টে দর্শকদের মন কাড়ছে ‘নিম ফুলের মধু’

শিমুলের জীবনে নতুন অশান্তি  

শিমুলের শ্বাশুড়ি তাকে প্রতিবেশী বিপাশা-সুচরিতাদের সাথেও দেখা করতে দেয় না। গত পর্বেই দর্শক দেখেছেন পুতুল বুদ্ধি করে শিমুলকে পাশের বাড়ির মেয়ে বৌদের আড্ডায় নিয়ে গিয়েছিল। তার জন্য শিমুলের বাড়ির লোক ডেকে এনে সবার সামনে তাকে নাক খত দেওয়ানো হয়েছিল।আর এবার দেখা গেল নাচের  রিহার্সালে প্রতিবেশী বান্ধবীদের বাড়ি যাওয়ায় শিমুলের বিরুদ্ধে বাড়িতে ‘মজলিস’ বসানোর অভিযোগ আনে পরাগ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পুতুল,Putul,দর্শক,Audience,প্রশংসা,Praise

এই নিয়েই বাড়িতে শুরু হয় নতুন অশান্তি। শিমুল রাতে খাবার বেড়ে সবাইকে ডাকলে কেউ খাবার খাবে না বলে জানিয়ে দেয়। শিমুলের গায়ে হাত তুলতে যায় তার দেওর পরাগ। তখন শিমুল প্রতিবাদ জানিয়ে বলে ‘গায়ে হাত তুলবে? তোলো তারপর আমিও মজা দেখাবো’ এরপর পরাগ শিমুলকে ধাক্কা মারে এমনকি মা ভাইয়ের সামনেই বউয়ের গায়ে হাত তোলে। এখানেই শেষ নয়, এরপর শাস্তি স্বরুপ শিমুল আর পুতুলকে ওই রাতেই বাড়ি থেকে বার করে দেয়।

আরও পড়ুনঃ স্মার্ট ওয়াচ পরে পরীক্ষায়, শুরু থেকেই গাঁজাখুরি! ‘তোমাদের রাণী’র প্রথম প্রোমো দেখেই ধুয়ে দিল দর্শকেরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পুতুল,Putul,দর্শক,Audience,প্রশংসা,Praise

শ্বশুরবাড়িতে শিমুলের একমাত্র বন্ধু পুতুল 

এই পরিস্থিতিতেও পুতুল শিমুলকে একা ছাড়েনি। যা দেখে দর্শকরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শিমুলের শ্বশুরবাড়িতে তার একমাত্র বন্ধু তার হাবাগোবা ননদ পুতুল। সবাই তাকে পাগল বলে উল্টোপাল্টা কথা শোনালেও তার মতো সত্যি কথা বলার সৎ সাহস কারও নেই। তাই দর্শকদের কথায় শিমুলের শ্বশুরবাড়িতে একমাত্র এই ‘হাবলি’ পুতুল’ই মানুষের মত মানুষ। বাকিরা সবাই অমানুষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥