• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের ওপর অত্যাচার করে দিনরাত কুড়োচ্ছে গালমন্দ! বাস্তবে কি হাল? মুখ খুললেন পরাগ অভিনেতা

Updated on:

Kar Kache Koi moner Kotha fame Parag actor Dron Mukherjee's reaction on trolling

নায়ক নন খলনায়ক তিনি। জি বাংলার (Zee Bangla) চর্চিত  ধারাবাহিক ‘কার কাছে বই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের নায়ক পরাগকে নিয়ে এমনটাই বলে থাকেন দর্শকরা। ধারাবাহিকে শিমুলের বর পরাগের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখার্জী। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই শ্বশুরবাড়িতে এসে অত্যাচারিত হচ্ছে শিমুল। শ্বাশুড়ি মা, দেওর  তো বটেই তাদেরকেও মাঝেমধ্যে ছাড়িয়ে যায় শিমুলের বর পরাগ।

যার ফলে ইদানিং দর্শকদের চোখে একেবারে চক্ষুশূল হয়ে উঠেছে পর্দার পরাগ। ধারাবাহীকে সে পেশায় একজন শিক্ষক।  কিন্তু শিক্ষকতার মত পেশার সাথে যুক্ত থেকেও পরাগের  নিন্মরুচির মন মানসিকতা দেখে রীতিমতো বিরক্ত দর্শক। দিন রাত শিমুলকে যাচ্ছেতাই ভাবে অপমান করার পাশাপাশি শিমুলের ওপরে শারীরিক নির্যাতনও চালায় পরাগ।  রোজ রোজ শিমুলের প্রতি পরাগের অত্যাচার দেখে ক্ষোভে ফুঁসতে থাকেন দর্শকরা।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag

ধারাবাহিকের শুরু থেকেই ডোমেস্টিক ভায়োলেন্সের মত জঘন্য বিষয়টাকে অত্যন্ত জীবন্ত করে তুলেছেন এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। তবে পরাগের চরিত্রটি পর্দায় এত জীবন্ত করে তোলার জন্য দর্শকদের থেকে যেমন সমালোচনা পাচ্ছেন তেমনি দর্শকদের চোখে পর্দার পরাগের মতোই খারাপ মানুষ হয়ে উঠেছেন অভিনেতা দ্রোণও। তাই অনেকেই গুলিয়ে ফেলছেন পর্দার পরাগ এবং বাস্তব জীবনের দ্রোণ মুখার্জির মধ্যে।

আরও পড়ুনঃ মুখ বুজে সহ্য নয়, ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ মেঘের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র সুপার ধামাকা পর্ব

কিন্তু পর্দায় পরাগ যেমন অত্যাচারী দ্রোণও কি বাস্তবে তেমন?  তার এই চরিত্রের অভিনয় দেখে কি বলেন তার পরিবারের লোকজন? এ প্রসঙ্গে সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অভিনেতা জানিয়েছেন এই চরিত্রটি করতে পেরে তিনি নিজে দারুন খুশি। কারণ এখানে তিনি তার যথার্থ অভিনয় দেখানোর সুযোগ পাচ্ছেন। তবে দর্শকরা যে তাকে সহ্য করতে পারছেন না, দিনরাত গালাগালি দিচ্ছেন সেটাকে খারাপ ভাবে না নিয়ে অভিনেতা জানিয়েছেন এটাই একজন অভিনেতা হিসাবে তার বড় পাওনা।

আরও পড়ুনঃ কোনটা কিনি কোনটা ছাড়ি! মাত্র ৩০০ টাকায় পুজোর ট্রেন্ডিং শাড়ি, রইল এমনই বাজারের হদিশ

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Parag

প্রসঙ্গত পরাগ  চরিত্রটিকে আর পাঁচটা সিরিয়ালের নায়কদের মতো দেখাতে চাননি এই সিরিয়ালের নির্মাতারা। জীবনে যে এমনও মানুষ হন পরাগের চরিত্রের মধ্যে দিয়ে সেটাই দেখানো হয়েছেএই ধারাবাহিকে। এ প্রসঙ্গে দ্রোণ বলেছেন ‘আমার এই চরিত্র নিয়ে অনেক কথা হয়।  কেউ বলেন আমি নাকি টাকার জন্য এসব চরিত্র করি। সমাজে খারাপ প্রভাব পড়ছে, আমার নাকি লজ্জা হওয়া উচিত’।

প্রসঙ্গত পরাগ অভিনীত দ্রোণ নিজেও বাস্তব জীবনে বিবাহিত। তবে বাস্তব আর পর্দার মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। তাই পর্দার পরাগ বাস্তবে এতটাও ভয়ঙ্কর নন। তবে  প্রথম দিকে  তার স্ত্রী যখন তাকে  এমন চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন   তখন নাকি তার মন খারাপ হত।

কিন্তু দ্রোণ তাকে আসলে ব্যাপারটা বোঝানোর পর এখন মা এবং স্ত্রী দুজনেই অনেকটাই বোঝেন। অভিনেতা জানিয়েছেন পর্দায় শিমুলের উপর অত্যাচার করলে বাস্তবে কিন্তু মানালির সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥