• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ বুজে সহ্য নয়, ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ মেঘের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র সুপার ধামাকা পর্ব

Published on:

Icche Putul serial Megh's open challange to Mayuri upcoming episode reveal

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul) সিরিয়াল খলনায়িকা ময়ূরী (Mayuri)। দিনে দিনে আরও বেশি করে বিষিয়ে  তুলছে নিজের বোন মেঘের (Megh) জীবন। নিজে নীলের সাথে বিয়ে করবে বলে আগেই বোনকে তার শ্বশুর বাড়ির লোকেদের কাছে ভিলেন সাজিয়েছে ময়ূরী। গত পর্বেই দেখা গিয়েছে গিনির বিয়ের দিন জিষ্ণু গাঙ্গুলি বাড়ির বাইরে গাড়ি নিয়ে মেঘের জন্য অপেক্ষা করবে জানতে পেরে সেই বিষয়টাকে ইস্যু করেই মেঘকে যাচ্ছেতাইভাবে অপমান করে সিন ক্রিয়েট করেছিল নীল।

যদিও সেই সময় মেঘের বাবা নীলকে কড়া জবাব দিয়ে তাকে তার উচিত শিক্ষা দিয়েছিল। অন্যদিকে ময়ূরীও এই সুযোগটাকে কাজে লাগিয়েই মেঘ এবং জিষ্ণুর সম্পর্ক নিয়ে মিথ্যে কথা বলে ক্রমাগত নীলের মন বিষিয়ে দিতে থাকে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে ধারাবাহিকে চলছে গিনি আর রুপের বিয়ের পর্ব। ইতিমধ্যেই রূপের সাথে গিনির বিয়ে শেষ হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,সৌরনীল,Souraneel,ময়ূরী,Mayuri,আসন্ন পর্ব,Upcoming Episode

অন্যদিকে বিয়ের দিন থেকেই মিনির মনের মধ্যে রূপকে নিয়ে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। রূপের চোখ মুখ আর তাকানো দেখেই ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে মিনি। আজকের পর্বেই দেখা যাবে বিদায়ীর সময় নির্লজ্জ্ব রূপ কায়দা করে নিজের মা’কে দিয়েই গিনির সাথে মিনিকেও তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলায়। কিন্তু সেই সময় বাড়ির বড়দের আপত্তিতে ব্যর্থ হয়ে যায় রূপের প্ল্যান।

আরও পড়ুনঃ আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

এরপরেই দেখা যাবে গিনির বিদায়ের পর নীলের মা মীনাক্ষী দেবী বাড়ি বসেই মেঘের নামে অকারণে নানা ধরনের অপমানজনক কথা বলতে শুরু করবে। তখন প্রতিবাদ জানিয়ে লাল বলবে আগের দিন নীলের ব্যবহারের জন্য মেঘ কিন্তু চাইলেই তাকে পুলিশে দিতে পারতো। যদিও তার জন্য নীলের মা লালকেও কম কথা শোনায়নি।

আরও পড়ুনঃ মনখারাপের মাঝেই সুখবর! ‘এক্কা দোক্কা’ শেষ হতেই নতুন সিরিয়ালে কামব্যাকের কথা জানালেন সোনামণি

https://youtu.be/9MPB3QL586k?si=ZJ77kwHJjogSRWn3

এছাড়া আজকের পর্বের  শেষের দিকে দেখা যাবে মেঘ যখন তার বাপির সাথে কথা বলবে ঠিক তখনই আগ বাড়িয়ে এসে ময়ূরী মেঘকে সাবধান করে বলবে যাতে সে নীলের বাড়ি আর না যায়। তখন মেঘ উল্টে ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ করে জানাবে, এবার সাবধান হওয়ার পালা তার।  কারণ এবার মেঘ নয় তাকে এক্সপোজ করবে অন্য কেউ। আর তার কথা অত সহজে কেউ উড়িয়ে দেবে না।

মেঘ জানায় রূপের সাথে বিয়ের পর এবার গিনি নিজেই বুঝতে পারবে রূপ আসলে কেমন ছেলে।  তাই খুব তাড়াতাড়ি ময়ূরীর আসল চেহারাটা যে বেরিয়ে পড়তে চলেছে তা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী মেঘ। তবে এদিন মেঘের ওপেন চ্যালেঞ্জে খানিকটা ভয় পেয়ে যায় ময়ূরী। তবে দেখার আগামী দিনে মেঘ ময়ূরীর মুখোশ আদৌ খুলতে পারে নাকি আবার নতুন কোনো চমক আসে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥