• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেলের চাকরি ছেড়ে অভিনয়, মেনে নেয়নি পরিবার! খরাজ মুখার্জির জীবনকাহিনীই যেন আস্ত সিনেমা

Published on:

Tollywood actor Kharaj Mukherjee left Railway job kicked out from house to become actor

এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ যদি কিছু হয়ে থাকে তা হল লোক হাসানো। স্বার্থপরতার এই দুনিয়ায় ক’জন পারে মানুষের মুখে হাসি ফোটাতে! তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসানোর এই কঠিন কাজ যিনি সহজ করে তুলেছেন তিনি হলেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। তাঁর তুখোড় অভিনয় দেখে কত মানুষ যে কষ্ট ভুলে দু’দণ্ড প্রাণ খুলে হেসেছেন তা গুনে শেষ করা যাবে না।

শীঘ্রই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘বগলা মামা যুগ যুগ জিও’ (Bogla Mama Jug Jug Jiyo) ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে খরাজকে। এত বছর ইন্ডাস্ট্রিতে (Tollywood) কাটানোর পর অবশেষে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। কেন এত দেরি হল? জবাবে খরাজ হাসতে হাসতে বলেন, ‘নানান ভাবে চেষ্টা করেছি আমায় যাতে নাম ভূমিকায় নেওয়া হয়। এতদিনে আমায় যোগ্য মনে হয়েছে। আমি ভীষণ খুশি। এর আগে সুযোগ পেলে নিজেকে আরও ভালো করে প্রমাণ করতে পারতাম’।

Kharaj Mukherjee, Kharaj Mukherjee singing

আজ দেখতে দেখতে টলিউডে এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন খরাজ। তবে আপনি কি জানেন, একটা সময় তিনি রেলে চাকরি করতেন। তাঁর বাড়ির কেউ চাইতো না তিনি অভিনয়ে আসুক। কারণ এটা অনিশ্চয়তায় ভরা একটা পেশা। তবে খরাজ চাকরি আর অভিনয় দু’টো দিক একসঙ্গে সামাল দিয়ে উঠতে পারছিলেন না। শেষমেষ একদিন স্ত্রী প্রতিভার সমর্থন পেয়ে রেলের চাকরি ছেড়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।

আরও পড়ুনঃ জুটেছিল ‘ফ্লপমাস্টার’ তকমা, ছাড়তে চেয়েছিলেন অভিনয়! এই ৭ ছবিই বদলে দেয় উত্তম কুমারের জীবন

জীবনের সকল চড়াই-উৎরাইয়ে স্ত্রীকে পাশে পেয়েছেন খরাজ। তবে একদিন তাঁকেই বিয়ে করার জন্য ত্যাজ্যপুত্র হতে হয়েছিল অভিনেতাকে। খরাজ ছিলেন রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের ছেলে, অপরদিকে তাঁর স্ত্রী ছিল অব্রাহ্মণ। বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় বাড়ি ছাড়তে হয় তাঁকে। পরে অবশ্য তাঁর বড়দার বোঝানোর পর বাবা সবটা মেনে নেন। এরপর থেকে স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে থাকতে শুরু করেন খরাজ।

Kharaj Mukherjee wife

তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত জীবনেও প্রচুর চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন খরাজ। নিজের চেহারার কারণে একটা সময় প্রচুর কথা শুনতে হয়েছিল তাঁকে। কম বয়সে রোগাই ছিলেন অভিনেতা। তবে একটি অ্যাক্সিডেন্টের পর ধীরে ধীরে মোটা হয়ে যান তিনি। যদিও অভিনেতার কথায়, এতে একদিকে ভালোই হয়েছিল। ভারী চেহারার দরুন ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজের অফার পেতে থাকেন তিনি।

আরও পড়ুনঃ একটাই জীবন, তাই টাকার পিছনে না ছুটে এনজয় করতে চাই! রচনার মন্তব্যের প্রশংসা নেটিজেনদের

Kharaj Mukherjee, Kharaj Mukherjee singing

আজ কেরিয়ারে এত সফল হলেও খরাজের মধ্যে কোনও তারকাসুলভ আচরণ নেই। আর পাঁচজন বিবাহিত পুরুষের মতো বাড়ির কাজে স্ত্রীয়ের সহায়তা করেন তিনি। দরকার পড়লে বাসন অবধি মাজেন। বাড়ির সবাই তাঁর হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। অভিনেতা মানে বাড়ির এসব টুকটাক কাজ করা যাবে না এই ধারণার ঘোরতর বিরোধী খরাজ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥