• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সবচয়ে কম বাজেটের ব্লকবাস্টার হবে ‘ডানকি’! রিলিজের আগেই রেকর্ড ভাঙা শুরু করলেন শাহরুখ

Published on:

Dunki becomes lowest budget film of Shah Rukh Khan in last 6 years

২০২৩ সালটা শাহরুখ খানের (Shah Rukh Khan) দারুণ কেটেছে। এই বছর ‘বাদশা’র দু’টি ছবি রিলিজ করেছে আর দু’টিই ব্লকবাস্টার। ‘পাঠান’ এবং ‘জওয়ান’- বিশ্বব্যাপী প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে। এবার এই বছরের তৃতীয় ছবি নিয়ে আসছেন ‘কিং খান’। বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে ‘ডানকি’ (Dunki)

‘পাঠান’ এবং ‘জওয়ান’এ ধুন্ধুমার অ্যাকশন করার পর ‘ডানকি’তে ফের চকোলেট বয় অবতারে দেখা যাবে শাহরুখকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত এই ছবির টিজার এবং প্রথম গান। দু’টিতেই নজর কেড়েছেন ‘হার্ডি’ শাহরুখ। এখন ‘ডানকি’ রিলিজের অপেক্ষায় দিন গুনছেন ‘কিং খান’ ভক্তরা।

Shah Rukh Khan Dunki movie budget

তবে আপনি কি জানেন, ইতিমধ্যেই শাহরুখের এই সিনেমা একটি বিরাট নজির (Record) গড়ে ফেলেছে। ‘ডানকি’র চোখ ধাঁধানো স্টার কাস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, এটিও হয়তো ‘পাঠান’, ‘জওয়ান’র মতো একটি মেগা বাজেট সিনেমা। তৈরি করতে খরচ হয়েছে কয়েকশো কোটি। তবে আসলে এমনটা নয়। বরং গত ৬ বছরে শাহরুখের কেরিয়ারের সবচেয়ে কম বাজেটের সিনেমা এটি। ‘ডানকি’র বাজেট (Budget) শুনলে অবাক হয়ে যাবেন আপনি।

চলতি বছরের শুরুতে রিলিজ হওয়া ‘পাঠান’ তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি টাকা। ‘জওয়ান’র বাজেট ছিল প্রায় ৩০০ কোটি। তবে মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই দুই ছবির অর্ধেকেরও কম বাজেটে তৈরি হয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানির এই সিনেমা বানাতে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি টাকা।

Shah Rukh Khan Dunki movie cast fees

সূত্রের খবর, গত ৬ বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখের সবচেয়ে লো বাজেট সিনেমা ‘ডানকি’। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘জব হ্যারি মেট সেজল’ (৯০ কোটি) এবং ‘রইস’র (৯০-৯৫ কোটি) নাম। উল্লেখ্য, এই দুই ছবিই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। ভালো ব্যবসার প্রত্যাশা করা হলেও শেষ অবধি মুখ থুবড়ে পড়েছিল। এবার দেখা যাক, ‘ডানকি’ দর্শকদের হলমুখী করতে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥