• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রকি অউর রানী’তে পরস্ত্রীর সাথে লিপলক চুমু! ৭৪এ এমন কান্ড দেখে কি বললেন ধর্মেন্দ্রপত্নী হেমা?

Updated on:

Hema Malini,Dharmendra,Shabana Azmi,Kiss,Bollywood,Rocky Aur Rani Ki Prem Kahani,Movie,Bollywood movie,Entertainment,Entertainment news,Bangla khobor,হেমা মালিনী,ধর্মেন্দ্র,শাবানা আজমি,চুম্বন,চুমু,বলিউড,রকি অউর রানী কি প্রেম কাহানি,সিনেমা,বলিউড সিনেমা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Hema Malini on kissing scene,চুম্বন প্রসঙ্গে হেমা মালিনী,Dharmendra Shabana Kiss

Hema Malini Reaction on Dharmendra Kissing Scene : বহু বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর রণবীর সিং এবং আলিয়া ভাটের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) হাত ধরে কামব্যাক করেছেন সুপারস্টার ধর্মেন্দ্র (Dharmendra)। এই ছবিতে অভিনেত্রী শাবানা আজমির (Shabana Azmi) সঙ্গে তাঁর রসায়ন বেশ ভালোলেগেছে দর্শকদের। তবে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে চর্চা হয়েছে তা হল এই দুই বর্ষীয়ান তারকার চুম্বন। এবার এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী (Hema Malini)

এর আগেও একবার ধর্মেন্দ্র-শাবানার অনস্ক্রিন চুম্বন (Kiss) নিয়ে কথা বলেছিলেন হেমা। রাখঢাক না করেই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি নিশ্চিত যে দর্শকরা ছবিটি পছন্দ করেছেন। ধরমজির জন্য আমি ভীষণ খুশি। কারণ উনি ক্যামেরার সামনে থাকতে ভালোবাসেন। কারণ এই কাজটা ওনার ভীষণ পছন্দের’।

Dharmendra with Wife Hema Malini

সম্প্রতি এক সংবাদমাধ্যমের তরফ থেকে ফের হেমাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। বলিউডের (Bollywood) ‘ড্রিম গার্ল’কে জিজ্ঞেস করা হয়, স্বামী ধর্মেন্দ্র এবং শাবানার চুমুতে কি তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন? জবাবে তিনি স্পষ্ট বলেন, ‘অবশ্যই। কেন স্বাচ্ছন্দ্য বোধ করবো না? যদি সেটা ছবির সঙ্গে সম্পর্কিত থাকে। চিত্রনাট্যের সঙ্গে যদি যায় তাহলে আমিও পর্দায় চুমু খাবো’।

আরও পড়ুনঃ রিলিজের আগেই বিশ্ব রেকর্ড! প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল শাহরুখ খানের ‘জওয়ান’

Hema Malini on Dharmendra and Shabana Azmi kiss

এর আগে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় ধর্মেন্দ্র নিজে শাবানার সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন। অভিনেতা বলেন, ‘আমি শুনছি যে আমার আর শাবানার চুম্বন দৃশ্য মানুষকে অবাক করে দিয়েছে। একইসঙ্গে তাঁরা আবার এটির প্রশংসাও করছেন। আমার মনে হয় দর্শকরা এই চুম্বন দৃশ্য প্রত্যাশা করেননি’।

বিগ বি এর আরও সংযোজন, ‘আচমকা এসেছিল বলেই এটা এতখানি প্রভাব গেলেছে। শেষবার আমি ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলিকে চুম্বন করেছিলাম। সেই সময়ও দর্শকরা সেটির প্রশংসা করেছিল’।

আরও পড়ুনঃ শুধু পৃথিবী নয়, চাঁদেও রয়েছে সম্পত্তি! চন্দ্রযান-৩ পৌঁছনোর আগেই চাঁদে জমি কিনে রেখেছেন এই ভারতীয়রা

Dharmendra, Dharmendra on kissing Shabana Azmi

প্রসঙ্গত, ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র-হেমা। প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের ছেড়ে ‘ড্রিম গার্ল’র সঙ্গে নতুন সংসার পাতেন ‘শোলে’ অভিনেতা। তাঁদের দুই মেয়ে আছে, এষা এবং অহনা দেওল। দুই মেয়ের বিয়ের পর এখন নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন ধর্মেন্দ্র এবং হেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥