গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ (Kanchan Mullick & Sreemoyee Chattoraj)। দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সাথে ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় তৃতীয় বিয়ের জল্পনা। এমনকি বিয়ের তারিখ পর্যন্ত ফাঁস হয়ে যায় নেটপাড়ায়। তবে আর জল্পনা নয়, এবার সত্যি সত্যিই স্বামী-স্ত্রী হয়ে গেলেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding)।
কবে বিয়ে করলেন কাঞ্চন? উত্তরে জানা যাচ্ছে সরস্বতী পুজো তথা ভালোবাসার দিন ১৪ই ফ্রেব্রুয়ারীই আইনিমতে বিবাহ সম্পন্ন হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর। আর সামাজিক বিয়ে হবে আগামী ৬ই মার্চ। যেমনটা আগে থেকেই জানা যাচ্ছিলো।
ভ্যালেন্টাইন্স ডে’র দিন ফিল্মি কায়দায় বিয়ের প্রপোজাল দিয়েছেন অভিনেতা। শ্রীময়ী আগে থেকে জানতেনই না এসবের ব্যাপারে। তাকে জানায় হয়েছিল সরস্বতী পুজোর দিন বাড়িতে খাওয়া দেওয়ার ব্যবস্থা হয়েছে। অবশ্য মেয়ের পরিবারের তরফ থেকে আগেভাগেই অনুমতি নেওয়া হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে, তারপরেই হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী? নেটপাড়ায় ভাইরাল ছবি ঘিরে শুরু জল্পনা
এরপর সরস্বতীপুজোর দিনেই হাটু গেঁড়ে বসে ফিল্মি কায়দায় শ্রীময়ীর উদ্দেশ্যে কাঞ্চন বলেন, ‘আমায় বিয়ে করবে?’ তারপর আর কি পাত্রীর থেকে ‘হ্যাঁ’ আসতেই শুভকাজ সম্পন্ন হল। এদিন দুজনের পরনেও ছিল লাল রঙের পোশাক। কাঞ্চনের গায়ে ছিল লাল শেরওয়ানি অন্যদিকে শ্রীময়ীর পরনে ছিল লাল শাড়ি।
রেজিস্ট্রার আসার পর সই করে মালাবদল পর্ব মিটতেই অফিসিয়ালি স্বামী-স্ত্রী হলেন কাঞ্চন-শ্রীময়ী। এদিন উপহার হিসাবে স্ত্রীকে একটি প্লাটিনামের আংটি ও একটি লাল রঙের শাড়ি দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে সামাজিক বিয়ের আসর এখনও বাকি। আগামী ৬ই মার্চ অনুষ্ঠিত হবে সেটি।
আরও পড়ুনঃ ‘আবার বিয়ে করেছে?’ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে খবর পেতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা
দীর্ঘ ১২ বছর ধরে সুখ-দুঃখে একেঅপরের পাশে ছিলেন দুজনেই। দুজনের সম্পর্ক নিয়ে হাজারো কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীর পরিবারকে। জানা যাচ্ছে, সেই কারণেই অভিনেত্রীকে তাঁর প্রাপ্য সন্মান দেওয়ার জন্য বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জীর সাথে ডিভোর্স হয়েছে কাঞ্চন মল্লিকের। এর আগেও একবার বিয়ে করেছিলেন অভিনেতা। তবে এবার অতিথিকে ভুলে আগামী ভবিষ্যতে একেঅপরের সাথে কাটাতে চান তাঁরা।