রবিবার রাট যত বেড়েছে ততই সোশ্যাল মিডিয়াতে হইচই বেড়েছে। নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের ছবি (Kanchan Mullick Sreemoyee Chattoraj Wedding Album)। দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্সের খবর ফাঁস হওয়ার পর থেকেই সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কবে তৃতীয় বিয়ে করছেন অভিনেতা? উত্তর মিলল কিছু সময় পরেই। লাল শেরওয়ানি পরে তৃতীয়বার বিয়ে করলেন কাঞ্চন মল্লিক। তবে এখানেই শেষ নয়! এবার ভাইরাল হওয়া এক ছবি ঘিরে চলছে নতুন জল্পনা। মধুচন্দ্রিমায় চলে গেলেন নবদম্পতি?
গতকালই সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসে আইনিমতে বিবাহ বিচ্ছেদ হয়েছে পিঙ্কি ব্যানার্জী ও কাঞ্চন মল্লিকের। বিচ্ছেদের সময় খোরপোশ হিসাবে ৬০ লক্ষ টাকা দিয়েছেন অভিনেতা। যদিও সেটা পরে পিঙ্কি নিজেই জানান যে ভুল খবর রটছে, আসলে ৫৬ লক্ষ টাকা পেয়েছেন তিনি। যাঁর সবটাই ছেলের জন্য ব্যবহার করবেন তিনি। এরপরেই মাঝরাতের একটু আগে নেটপাড়ায় ফাঁস হয় কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ছবি।
জানা যায়, স্বরস্বতী পুজোর দিনেই হাঁটু গেড়ে বসে শ্রীময়ীকে প্রপোজ করেন কাঞ্চন। বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলতেই ডাক পরে উকিলের, তারপর আইজীবী আসতেই আইনি মতে রেজিস্ট্রি সেরে স্বামী-স্ত্রী হয়ে যান কাঞ্চন-শ্রীময়ী। ইতিমধ্যেই সেই স্পেশ্যাল মুহূর্তের ছবি সুপার ভাইরাল ফেসবুক, ইনস্টাগ্রাম ঠিক শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে। প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। আবার কিছুজন কটাক্ষও করেছেন। জানা গিয়েছে, আগামী ৬ই মার্চ সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘আবার বিয়ে করেছে?’ কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে খবর পেতেই বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা
বিয়ের ছবির পর আচমকাই আরও একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। ছবি দেখে অনেকেই ভাবছেন তাহলে কি ঝটপট বিয়ে সেরেই মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি? না। ভাইরাল ছবির সত্যতা যাচাই করতে শ্রীময়ীর সাথে যোগাযোগ করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে। তখন অভিনেত্রী জানান, এটা কোনো মধুচন্দ্রিমার ছবি নয়। বিয়ের আগেই দিদি জামাইবাবু ও তাদের সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছে।
View this post on Instagram
আরও পড়ুনঃ জল্পনাই সত্যি! ৫৩ বছর বয়সে ২৭এর বান্ধবী শ্রীময়ীকেই তৃতীয় স্ত্রী বানালেন কাঞ্চন মল্লিক
প্রসঙ্গত, শ্রীময়ীকে বিয়ের আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন মল্লিক। প্রথম বিয়ে হয়েছিল টেলি অভিনেত্রী অনিন্দিতা দাসের সাথে। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর দ্বিতীয়বার অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জীর সাথে বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। কিন্তু সেটারও ইতি হল বিচ্ছেদেই। এবার তৃতীয় বিয়ে করে নতুন করে জীবন কাটাতে চান অভিনেতা।